For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান হাইকোর্টের নির্দেশে দেশ পেল প্রথম বৃহন্নলা পুলিশ কনস্টেবল গঙ্গা কুমারীকে, পড়ুন তাঁর কাহিনি

রাজস্থান পুলিশ পেল রাজ্যের তথা দেশের প্রথম বৃহন্নলা কনস্টেবল গঙ্গা কুমারীকে।

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টের কড়া নির্দেশের পরই রাজস্থান পুলিশ পেল রাজ্যের তথা দেশের প্রথম বৃহন্নলা কনস্টেবল গঙ্গা কুমারীকে। বিচারপতি দীনেশ মেহতার নির্দেশকে কার্যকর করতে বাধ্য হয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া সরকার।

রাজস্থান হাইকোর্টের নির্দেশে দেশ পেল প্রথম বৃহন্নলা পুলিশ কনস্টেবল গঙ্গা কুমারীকে, পড়ুন তাঁর কাহিনি

রাজস্থানের জালোর জেলার বাসিন্দা গঙ্গা কুমারী, পুলিশের পরীক্ষায় পাশ করার পরও তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগের চিঠি দেননি জালোর পুলিশ সুপার। তা নিয়ে আদালতে পিটিশন দাখিল করেন গঙ্গা।

[আরও পড়ুন:ট্রান্সজেন্ডারদের জন্য অভিনব নিয়ম আনছে ভারতীয় রেল][আরও পড়ুন:ট্রান্সজেন্ডারদের জন্য অভিনব নিয়ম আনছে ভারতীয় রেল]

তারপরে হাইকোর্টে নিজের অভিযোগকে নিয়ে যান তিনি। জানান, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কীভাবে তাকে নিয়োগ পত্র দেওয়া হচ্ছে না। জালোর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন। অথচ ২০১৫ সালেই এক ঐতিহাসিক রায়ে রূপান্তরকামী বা বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন:বৃহন্নলাদের জন্য অভিনব নিয়ম তৈরি করে নজির গড়ল ভারতের এই রাজ্য][আরও পড়ুন:বৃহন্নলাদের জন্য অভিনব নিয়ম তৈরি করে নজির গড়ল ভারতের এই রাজ্য]

আদালতে গঙ্গার তরফে জানানো হয়, পরীক্ষা দেওয়ার পর সসম্মানে পাশ করে গিয়েছে গঙ্গা। তবে পুলিশ ডিপার্টমেন্ট তাকে নিয়োগপত্র দেওয়া নিয়ে গড়িমসি করেছে। মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট সরকারি হাত ঘুরে স্বরাষ্ট্র দফতরে পৌঁছয় ২০১৫ সালে। সেখানেই তা আটকে রয়েছে। সব শুনে বিচার করে আদালত সংবিধান মেনে গঙ্গাকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে।

English summary
Ganga Kumari becomes first transgender woman police officer in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X