For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথাও আখের ঠাকুর , কোথাও ৭০ কেজি সোনার সাজ! গণেশ চতুর্থী উপলক্ষ্যে উৎসবে মাত মুম্বই থেকে তামিলনাড়ু

বিঘ্নহর্তার আরাধনায় আজ দেশ জুড়ে 'বাপ্পা মোরিয়া' রব! বিনায়ক চতুর্থী উপলক্ষ্য়ে মাতোয়ার মুম্বই থেকে কোয়েম্বাটুর। একাধিক বিখ্যাত পূজামণ্ডপ থেকে মন্দিরে ক্রমই বেড়ে চলেছে ভক্তদের ঢল।

  • |
Google Oneindia Bengali News

বিঘ্নহর্তার আরাধনায় আজ দেশ জুড়ে 'বাপ্পা মোরিয়া' রব! বিনায়ক চতুর্থী উপলক্ষ্য়ে মাতোয়ার মুম্বই থেকে কোয়েম্বাটুর। একাধিক বিখ্যাত পূজামণ্ডপ থেকে মন্দিরে ক্রমই বেড়ে চলেছে ভক্তদের ঢল। দেখে নেওয়া যাক এই উৎসব ঘিরে কীভাবে দেশের বিভিন্ন প্রান্ত উদযাপনে মেতে রয়েছে।

কোয়েম্বাট্যুর

তামিলনাড়ুর কোয়েম্বাট্যুরে পুলিয়াকুলামে বিনয়নগর মন্দিরে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভক্তরা।

[আরও পড়ুন:বাড়িতে গণেশ পূজা করছেন! সৌভাগ্য লাভে এই নিয়মগুলি পালন করছেন তো][আরও পড়ুন:বাড়িতে গণেশ পূজা করছেন! সৌভাগ্য লাভে এই নিয়মগুলি পালন করছেন তো]

নাগপুরে গণেশ চতুর্থী

নাগপুরের টেকড়ি গণেশ মন্দিরে সকাল থেকেই ভিড় করছেন ভক্তরা। পরম্পনা মেনে এখানে চলছে উৎসব উদযাপন।

[আরও পড়ুন:মুম্বইয়ের 'লালবাগচারাজা'-র গণেশ বন্দনায় যোগ দেন আম্বানি থেকে বচ্চনরা! জানুন পূজার ইতিহাস][আরও পড়ুন:মুম্বইয়ের 'লালবাগচারাজা'-র গণেশ বন্দনায় যোগ দেন আম্বানি থেকে বচ্চনরা! জানুন পূজার ইতিহাস]

আখের গণেশ

দুই টন আখ দিয়ে তৈরি হয়েছে এই গণপতি। তামিলনাড়ুর এই গণপতি দেখতে ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী।

[আরও পড়ুন:সুখ-সমৃদ্ধি লাভে কোন গণেশমূর্তি ঘরে রাখা উচিত! কয়েকটি বাস্তু টিপস][আরও পড়ুন:সুখ-সমৃদ্ধি লাভে কোন গণেশমূর্তি ঘরে রাখা উচিত! কয়েকটি বাস্তু টিপস]

সোনার সাজে গণেশ

সোনার সাজে গণেশ

মহারাষ্ট্রের ওয়াডালার জিএসবি সেবা মণ্ডলের পূজায় এবাছরের আকর্ষণ সোনার সাজ। এখানের গণেশকে ৭০ কেজি সোনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

গণেশ পূজার নিরাপত্তা

মুম্বইয়ের জিএসবি সেবামণ্ডলের পূজায় নিরাপত্তা বাড়িয়ে তুলতে চালানো হচ্ছে ড্রোন। কোনও রকমের নিরাপত্তার ফাঁক রাখতে রাজি নয় প্রশাসন।

চিন্তামণি গণেশ

চিন্তামণি গণেশ

মুম্বইয়ের বিখ্যাত চিঞ্চোপোকলিতে চিন্তামণি গণেশ ঘিরেও ভক্তদের উন্মাদনা কম নয়! সকাল থেকেই এঅখানে শুরু হয়েছে ভিড়।

লালবাগচা রাজা

মুম্বইয়ের বিখ্যাত লালবাগচারাজা এবছরে পা দিল ৮৫ বছরে। পুজো ঘিরে ভক্তদের ভিড় এদিন সকাল থেকেই ছিল চোখে পড়ার মত।

সিদ্ধিবিনায়ক

গণেশ চতুর্থীর দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে সকাল থেকেই পূজা অর্চনা শুরু হয়ে যায়। পরম্পরা মেনে এদিন সেই পূজারীতি চলেছে।

English summary
Ganesh chaturthi celebration in India , see latest pictures from mumbai to chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X