For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার ছায়া তামিলনাড়ু-কেরলেও, এবার লক্ষ্য গান্ধী-আম্বেদকর

কেরলের কুন্নুর জেলায় মহাত্মা গান্ধীর মূর্তি এবং তামিলনাড়ুর থিরুভত্রিয়ুরের পেরিয়ার নগরে বাবা আম্বেদকরের মূর্তি অবমাননার ছবি দেখা যায় বৃহস্পতিবার সকালে।

  • |
Google Oneindia Bengali News

যাবতীয় সতর্কতা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা কিংবা মূর্তি অবমাননার ঘটনা অব্যাহত। কেরলের কুন্নুর জেলায় মহাত্মা গান্ধীর মূর্তি এবং তামিলনাড়ুর থিরুভত্রিয়ুরের পেরিয়ার নগরে বাবা আম্বেদকরের মূর্তি অবমাননার ছবি দেখা যায় বৃহস্পতিবার সকালে।

যাবতীয় সতর্কতা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা কিংবা মূর্তি অবমাননার ঘটনা অব্যাহত। কেরলের কুন্নুর জেলায় মহাত্মা গান্ধীর মূর্তি এবং তামিলনাড়ুর থিরুভত্রিয়ুরের পেরিয়ার নগরে বাবা আম্বেদকরের মূর্তি অবমাননার ছবি দেখা যায় বৃহস্পতিবার সকালে। প্রধানমন্ত্রীর সতর্কবাণী কিংবা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলাও যে কাজে আসছে না, তা আরও একবার পরিষ্কার হল বৃহস্পতিবার সকালে। কেরলের কুন্নুর জেলার থালিপারাম্বা এলাকায় গান্ধী মূর্তিতে থাকা চশমাটি ভাঙা অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্যদিকে, তামিলনাড়ুর থিরুভত্রিয়ুরে আম্বেদকরের মূর্তিতে কে বা কারা লাল রং দিয়ে দেয়। সকালে দুই রাজ্যে দুই জায়গায় এই ঘটনায় স্থানীয় ভিত্তিতে উত্তেজনা ছড়ায়। মূর্তি ভাঙা কিংবা তার অবমাননার প্রক্রিয়া সোমবার শুরু হয়েছিল ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা দিয়ে। এরপর ভেলোরের পেরিয়ার এবং পরে কলকাতার কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মেরঠে বাবা আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হয়। সর্বশেষ ঘটনা বৃহস্পতিবার কেরলে গান্ধী মূর্তি এবং তামিলনাড়ুতে আম্বেদকরের মূর্তি অবমাননা।

প্রধানমন্ত্রীর সতর্কবাণী কিংবা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলাও যে কাজে আসছে না, তা আরও একবার পরিষ্কার হল বৃহস্পতিবার সকালে।

ত্রিপুরার ছায়া তামিলনাড়ু-কেরলেও, এবার লক্ষ্য গান্ধী-আম্বেদকর

কেরলের কুন্নুর জেলার থালিপারাম্বা এলাকায় গান্ধী মূর্তিতে থাকা চশমাটি ভাঙা অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্যদিকে, তামিলনাড়ুর থিরুভত্রিয়ুরে আম্বেদকরের মূর্তিতে কে বা কারা লাল রং দিয়ে দেয়। সকালে দুই রাজ্যে দুই জায়গায় এই ঘটনায় স্থানীয় ভিত্তিতে উত্তেজনা ছড়ায়।

ত্রিপুরার ছায়া তামিলনাড়ু-কেরলেও, এবার লক্ষ্য গান্ধী-আম্বেদকর

মূর্তি ভাঙা কিংবা তার অবমাননার প্রক্রিয়া সোমবার শুরু হয়েছিল ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা দিয়ে। এরপর ভেলোরের পেরিয়ার এবং পরে কলকাতার কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মেরঠে বাবা আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হয়। সর্বশেষ ঘটনা বৃহস্পতিবার কেরলে গান্ধী মূর্তি এবং তামিলনাড়ুতে আম্বেদকরের মূর্তি অবমাননা।

English summary
Gandhi statue vandalises in Kerala's kannur and Ambedkar bust defaced in Tamilnadu's Thiruvotriyur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X