For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের গালওয়ানে চিন-ভারত শিবিরের অবস্থান এখন কেমন! নয়া রিপোর্ট কোন ইঙ্গিত দিচ্ছে

  • |
Google Oneindia Bengali News

জুনের ১৫ তারিখ যেখানে রক্তক্ষয়ী হামলা হয়েছিল, গালওয়ানের সেই এলাকা থেকে ১.৮ কিলোমিটার সরে এসেছে চিন ও ভারতের সেনা। মোট ২ কিলোমিটার এলাকা বাফার জোনে রেখে সরে আসার কথা সোমবারই ঘোষিত হয়েছিল দুই দেশের তরফে। একনজরে দেখে নেওয়া যাক গালওয়ানে এখন কী পরিস্থিতি?

 পাততাড়ি গুটিয়েছে চিন

পাততাড়ি গুটিয়েছে চিন

সেনাসূত্রের খবর, সোমবারের শর্ত মতো, গালওয়ানের যে এলাকায় ১৫ জুন রক্তক্ষয়ী মল্লযুদ্ধ হয়েছে , সেখান থেকে সেনা ক্যাম্পের টেন্ট খুলে নিয়েছে চিন। যে অস্থায়ী জিনিস তারা নির্মাণ করছিল, তাও গুটিয়ে নিয়ে একাধিক গাড়িতে গন্তব্যে ফিরে গিয়েছে লালফৌজ।

১.৮ কিলোমিটার ও পিপি ১৪

১.৮ কিলোমিটার ও পিপি ১৪

পেট্রোল পয়েন্ট ১৪ থেকে ১.৮ কিলোমিটার আপাতত পিছিয়ে গিয়েছে চিন। একই রকম দূরত্বে রয়েছে ভারতীয় সেনাও। নতুন করে দুটি দেশের শিবিরে এক একটি টেন্টে ৩০ জন করে সেনা রয়েছে।

আরও এক কিলোমিটার দূরে পরিস্থিতি কেমন?

আরও এক কিলোমিটার দূরে পরিস্থিতি কেমন?

এরপর আরও এক কিলোমিটার দূরে দুটি দেশের সেনার যে টেন্ট রয়েছে, তাতে আরও ৫০ জন জওয়ান থাকতে পারবেন বলে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।

 পেট্রোলিং পয়েন্ট ১৪ ও কিছু পরিস্থিতি

পেট্রোলিং পয়েন্ট ১৪ ও কিছু পরিস্থিতি

পেট্রোলিং পয়েন্ট ১৪ এ প্রথম ২ কিলোমিটারের মধ্যে একজনও সেনা থাকার কথা নয়। এই এলাকায় দুই দেশের সেনার একজনও আপাতত নজরদারি চালাবে না বলে জানিয়েছে দুই দেশে।

 'গরিব কল্যাণ' হলেও মোদীর অন্ন যোজনার সুবিধা পাবেন না দেশের অধিকাংশ দরিদ্র! জেনে নিন কেন 'গরিব কল্যাণ' হলেও মোদীর অন্ন যোজনার সুবিধা পাবেন না দেশের অধিকাংশ দরিদ্র! জেনে নিন কেন

English summary
Galwan situation, both sides moves back to 1.8 km, each tent consists of 30 soldiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X