For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের কোথায় কোথায় দেখা গেল সূর্যগ্রহণ? একনজরে দেখুন বিভিন্ন জায়গার 'রিং অফ ফায়ার'-এর দৃশ্য

Google Oneindia Bengali News

পূর্ব গোলার্ধ সাক্ষী থাকল বলয়গ্রাস সূর্যগ্রহণ৷ এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যের ৯৯.৪০ শতাংশ ঢেকে দেয়। যার ফলে চাঁদের চারপাশ দিয়ে রিং-এর মতো সূর্যের সামান্য অংশ দেখা যায়। আর এটাকেই বলে 'রিং অফ ফায়ার'৷ এই রিং অফ ফায়ারই বিশেষত্ব বলয়গ্রাস সূর্যগ্রহণের৷ একনজরে দেখুন দেশের কোথায় কিরকম দৃশ্য দেখা গেল এই সূর্যগ্রহণের...

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডের দেরাদুনে দেখা গেল "রিং অফ ফায়ার"-এর ৷

রাজস্থান

রাজস্থান

রাজস্থানের জয়পুর থেকে সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দেখতে পাওয়া যায় সূর্যগ্রহণ৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাওয়ার সময় ছিল ১১টা ৫২ মিনিট পর্যন্ত৷

পাঞ্জাব

পাঞ্জাব

পাঞ্জাবের অমৃতসরে সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দেখতে পাওয়া যায় সূর্যগ্রহণ।

দুবাই

দুবাই

দুবাইয়ে ভারতীয় সময় ১১টা নাগাদ দেখতে পাওয়া যায় সূর্যগ্রহণ৷ সেখানে ১১টা ১২মিনিট পর্যন্ত গ্রহণ দেখা গেছে ৷

গুজরাত

গুজরাত

গুজরাতে গান্ধীনগরে সকাল ১০টা ৩৪মিনিট নাগাদ সূর্যগ্রহণ দেখা যায়। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাওয়ার সময় ছিল ১১টা ৪২মিনিট পর্যন্ত৷

মুম্বই

মুম্বই

মুম্বইয়ে সকাল ১০টা ২৩ মিনিট নাগাদ দেখা যাওয়া গ্রহণ৷

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরেও দেখা যায় সূর্যগ্রহণ। সেখানে সূর্য প্রথমে কমলা হয়ে যায়। তারপর আস্তে আস্তে বলয়গ্রাস লক্ষ্য করা যায় সেখানে।

করাচি

করাচি

পাকিস্তানের করাচিতে দেখতে পাওয়া গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ৷

হরিয়ানা

হরিয়ানা

হরিয়ানার কুরুক্ষেত্র থেকে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট পর্যন্ত দেখতে পাওয়া যায় সূর্যগ্রহণ।

দিল্লি

দিল্লি

দিল্লিতে মেঘলা আকাশ থাকায় পরিষ্কারভাবে দেখা গেল না সূর্যগ্রহণ৷

<strong>লাদাখে ফের যেকোনও মুহূর্তে হতে পারে সংঘর্ষ! চিনকে শায়েস্তা করতে আরও কড়া পদক্ষেপ কেন্দ্রের</strong>লাদাখে ফের যেকোনও মুহূর্তে হতে পারে সংঘর্ষ! চিনকে শায়েস্তা করতে আরও কড়া পদক্ষেপ কেন্দ্রের

English summary
Gallery and description of Annular Solar Eclipse 2020 in different states of India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X