For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PUBG ছাড়া নিষিদ্ধ হল কোন ১১৮টি চিনা অ্যাপ! এক নজরে তালিকা

Google Oneindia Bengali News

ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের৷ জনপ্রিয় মোবাইল অ্যাপ পাবজি সহ ১১৮টি অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয় ৷ এই অ্যাপগুলির মধ্যে আছে জনপ্রিয় মোবাইল গেম পাবজি। এছাড়া রয়েছে উইচ্যাটের এবং টেনসেন্টের বেশ কয়েকটি অ্যাপ।

দেশের সাইবার নিরাপত্তা

দেশের সাইবার নিরাপত্তা

সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের সর্বভৌমত্ব রক্ষার স্বার্থে ও দেশের সাইবার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে৷ এর আগে ২৯ জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে।

১১৮টি নিষিদ্ধ অ্যাপের তালিকা

এদিন যে ১১৮টি নিষিদ্ধ অ্যাপের তালিকা নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বিউটি ক্যামেরা প্লাস, আলিবাবা পেমেন্ট, পাবজি, বাইদু, লুডো ওয়ার্ল্ড, ইউচ্যাটকে প্রভৃতি জনপ্রিয় অ্যাপসও আছে। এর আগেও টিকটক সহ শতাধিক অ্যাপস নিষিদ্ধ করেছিল কেন্দ্র৷ এবার আরও ১১৮ টি অ্যাপস নিষিদ্ধ করা হল৷ মূলত সাধারণ ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হল৷ লাদাখে চিনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার পরই এই পদক্ষেপ করল ভারত৷এই মুহূর্তে ভারতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ পাবজি ব্যবহারকারী রয়েছেন ভারতে৷ কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

আরও অ্যাপের উপর নজরদারি

আরও অ্যাপের উপর নজরদারি

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এমন কিছু অ্যাপের উপরও নজর রাখছে যেগুলি সরাসরি চিনের না হলেও এগুলির উপর চিনের বিনিয়োগ রয়েছে৷ ভারতের পদক্ষেপের পর আমেরিকাও চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করেছিল৷ কারণ, আমেরিকা প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, চিনের এই অ্যাপগুলি বেজিংয়ে তথ্য পাচার করে থাকে৷

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ কারণ নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে৷ পরবর্তী অ্যাপগুলিও এই একই ধারায় নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

English summary
Full list of 118 Chinese apps banned by Government in light of recent Pangong clash in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X