For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

Google Oneindia Bengali News

অসমের তিন বারের মুখ্যমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক তরুণ গগৈ করোনায় আক্রান্ত হলেন। আজ নিজেই টুইট করে সেই খবর জানান গগৈ। গগৈ এ দিন জানান, গত কাল কোভিড পরীক্ষায় আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন সকলের অবিলম্বে করোনা পরীক্ষা করানো উচিত।

প্রচুর ঘোরাঘুরি করেছে তরুণ গগৈ

প্রচুর ঘোরাঘুরি করেছে তরুণ গগৈ

প্রসঙ্গত, অসমে এআইইউডিএফের এর সঙ্গে মহাজোট বেঁধে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছিল কংগ্রেস। সেই আবহে ৮৫ বছর বয়সী গগৈ এখনও নিয়ম করে সাংবাদিক সম্মেলন করছিলেন। এ নিয়ে তাঁকে সতর্কও করেছিলেন অমসের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিন দিন আগেও তরুণ গগৈ সাংবাদিক সম্মেলন করেছেন। তাই এখন সে দিনের সাংবাদিক সম্মেলন হাজির সকলকেই করোনা পরীক্ষা করাতে হবে।

তরুণ ছাড়া একাধিক নেতার করোনা অসমে

তরুণ ছাড়া একাধিক নেতার করোনা অসমে

তবে গগৈ ছাড়াও আসমে করোনা আক্রান্ত বিধায়ক-সাংসদদের তালিকা দীর্ঘ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল কোভিড পজিটিভ হয়ে মুম্বইতে হাসপাতালে ভর্তি হন। করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক অজন্তা নেওগও, অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা।

 করোনায় মৃতের সংখ্যা ছুঁতে চলেছে ৬০ লাখের গণ্ডি

করোনায় মৃতের সংখ্যা ছুঁতে চলেছে ৬০ লাখের গণ্ডি

এদিকে দেশে করোনায় মৃতের সংখ্যা ছুঁতে চলেছে ৬০ লাখের গণ্ডি৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৫৯ জনের। এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৪৯। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখের গণ্ডি পার করেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫১ জন৷

মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার

মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫। সুস্থতার হার ৭৫.৯২ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ৪৪৯ জন। মোট কোরোনামুক্তর সংখ্যা 24 লাখ ৬৭ হাজার ৭৫৯। সক্রিয় আক্রান্ত ৭ লাখ ৭ হাজার ২৬৭।

<strong>ভারতে আসছে রাশিয়ার করোনারোধী স্পুটনিক ভ্যাকসিন! কী জানাল স্বাস্থ্যমন্ত্রক?</strong>ভারতে আসছে রাশিয়ার করোনারোধী স্পুটনিক ভ্যাকসিন! কী জানাল স্বাস্থ্যমন্ত্রক?

English summary
Fromer Assam CM and Congress MLA Tarun Gogoi tweets saying he is infected with Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X