নির্বাচনের আগে লোকসভা এখন যেন মল্লভূম, রাফালে নিয়ে চলছে কথার কুস্তি লড়াই
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা যত বাড়ছে ততই যে গণতন্ত্রের পীঠস্থছান হয়ে উঠেছে রাজনৈতিক লড়াইয়ের মল্লভূম। রোজই কেউ না কেউ একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ছে। চলছে পরতে উত্তেজনা। বিজেপি একবার বাজি মাত করার চেষ্টা করতে পরক্ষণেই কংগ্রেস-সহ বাকি বিরোধীরা রে-রে করে তেড়ে যাচ্ছেন। একই উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপি এবং তাঁর সহযোগীদের ক্ষেত্রেও।

বৃহস্পতিবার লোকসভা সাক্ষী হয়েছিল রাফালে-সহ একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদীর জবাবি ভাষণের। এই ভাষণে বিরোধীদের কার্যত বাক্যবাণে কচুকাটাই করেছিলেন বলে দাবি বিজেপি এবং তার সহযোগী দলের। নরেন্দ্র মোদী যে উত্তাপে বৃহস্পতিবার লোকসভায় জবাবি ভাষণ শেষ করেছিলেন শুক্রবার সেই রেশ থেকে পাল্টা আক্রমণে নেমেছে কংগ্রেস ও বিরোধীরা। যার জেরে এদিন লোকসভা অধিবেশন শুরু থেকেই রাফালে ইস্যু-তে উত্তাল হয়ে ওঠে।
Defence Minister Nirmala Sitharaman in Lok Sabha: Then Defence Minister Manohar Parrikar ji replied to that MoD note that remain calm, nothing to worry, everything is going alright. Now, what do you call the NAC led by Sonia Gandhi's interference in earlier PMO? What was that? pic.twitter.com/jB4z5kJCd3
— ANI (@ANI) February 8, 2019
কংগ্রেসের মল্লিকার্জুন খাড়়গে সাফ জানিয়ে দেন রাফালে ইস্যু-তে যৌথ সংসদীয় তদন্ত কমিটি তৈরি করতে হবে। রাফালে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের নোট ঘিরে ফের এই দাবি তোলে কংগ্রেস। এমনকী রাফালে ইস্যুতে কংগ্রেস যে বিজেপি-র কাছ থেকে আর কোনও ব্যাখ্যা শুনতে চায় না তাও জানিয়ে দেন মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন একমাত্র যৌথ সংসদীয় কমিটি তৈরি হলেই এই রাফালে চুক্তি নিয়ে আসল ছবিটা প্রকাশ্যে আসবে। রাফালে নিয়ে প্রধানমমন্ত্রীও অনেক ব্যাখ্যা দিয়েছেন যে তাঁরা আর এই নিয়ে কোনও ব্যাখ্যা শুনতে চান না বলেও লোকসভায় জানিয়ে দেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
Mallikarjun Kharge, Congress in Lok Sabha on MoD dissent note on #Rafale negotiations: We demand a joint parliamentary committee, everything will be revealed then, we don't want any explanation now, have heard many explanations, from PM also. pic.twitter.com/KuUFwyuti6
— ANI (@ANI) February 8, 2019
এদিন রাফালে-তে কেলেঙ্কারি হয়েছে এই স্লোগান লিখে লোকসভা আসে তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায়ও অভিযোগ করেন 'মোদী ও শাহ মিলে দেশের প্রতিরক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন।'
Uproar in Lok Sabha by opposition members over MoD dissent note on #Rafale negotiations. TMC MP Saugata Roy says 'Modi-Shah duo is destroying defence backbone of the country' pic.twitter.com/x7J05Mu8Bf
— ANI (@ANI) February 8, 2019
[আরও পড়ুন:বিরোধীদের ফের সিবিআই জুজু দেখিয়ে কৃষক-দরিদ্রদের পাশে থাকার বার্তা মোদীর]
রাফালে নিয়ে এদিন যখন লোকসভায় এমন হট্টগোল করছে বিরোধীরা, সে সময় পাল্টা বলতে উঠেন নির্মলা সীতারামন। তিনি রাফালে ইস্যুতে বিরোধীদের-কে ফের একহাত নেন এবং তীব্র ভাষায় সমালোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন জানান, রাফালে চুক্তি কার্যকর হওয়ার সময় দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর প্রতিরক্ষামন্ত্রকের নোটে আর্জি জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সকলে শান্ত হন। সবকিছুই ঠিকঠাক চলছে। তাহলে কি এবার আপনারা সনিয়া গান্ধীর নেতৃত্বাধীনে থাকা এনএসি-কে ডাকবেন যারা পিএমও-র কাজে হস্তক্ষেপ করত? ওটা তাহলে কি ছিল?
প্রতিরক্ষামন্ত্রীর এমন তির্যক উত্তরে লোকসভায় বিরোধীদের হট্টগোল আরও বেড়ে যায়। যার জেরে অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
[আরও পড়ুন:রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ হল মুলতুবি, মুখ খুললেন প্রতিরক্ষা সচিব ]
[আরও পডুন: ভোটের মুখে নাড়াচাড়া নারদ ইস্যুতেও! তলব তদন্তকারী অফিসারকে]