For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরিদ্র কৃষক পরিবারের সন্তান থেকে দেশের প্রধান বিচারপতি, একনজরে এনভি রমনের ঐতিহাসিক রায়

একনজরে বিচারপতি এনভি রমনের ঐতিহাসিক রায়

  • |
Google Oneindia Bengali News

অবসরের একমাস আগেই পরবর্তী উত্তরসূরীর নাম সুপারিশ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ এপ্রিল বোবদের অবসর গ্রহণের পরেই আমরা তাঁর শূন্য চেয়ারে দেখতে চলেছি বিচারপতি এনভি রমনকে। এদিকে অন্ধ্রপ্রদেশের দরিদ্র কৃষক পরিবারে জন্ম থেকে আজকের সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি, অনেকের মতে এনভি রমনের জীবনের জার্নি হার মানাবে চিত্র নাট্যকেও।

১৯৫৭ সালে অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম

১৯৫৭ সালে অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম

এদিকে ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি এনভি রমন। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিও হন তিনি। এরপরেই ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়ভার গ্রহণ করেন তিনি।

 কী ভাবে চলে নিয়োগ প্রক্রিয়া ?

কী ভাবে চলে নিয়োগ প্রক্রিয়া ?

এদিকে সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর গ্রহণ করার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁকে কারও নাম সুপারিশ করতে বলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। প্রধান বিচারপতি সুপারিশ করার পর সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী। এই নিয়ম মোতাবেকই গত শুক্রবারই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একটি চিঠি লিখে বোবদের কাছে সে কথা জানতে চান।

জল্পনায় সিলমোহর বোবদের

জল্পনায় সিলমোহর বোবদের

এদিকে বিচারপতি রমন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের পাশাপাশি সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন। অন্যদিকে এই মুহূর্তে বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে বোবদের পরেই এনভি রমনের স্থান। তাই তাঁর নামই যে বোবদে সুপারিশ করবেন, তা প্রত্যাশিতই ছিল। অবশেষে এদিন সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন বোবদে।

 কোন কোন মামলার রায়ে নজর কেড়ে ছিলেন বিচারপতি রমন ?

কোন কোন মামলার রায়ে নজর কেড়ে ছিলেন বিচারপতি রমন ?

অন্যদিকে গোটা কর্মকালে একাধিক মমালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় দিয়ে সকলের নজর কেড়েছিলেন এনভি রমন। রজার ম্যাথিউ বনাম দক্ষিণ ভারত ব্যাংক লিমিডেট, কেন্দ্রীয় জন তথ্য আধিকারিক বনাম সুভাষ চন্দ্র আগরওয়াল, পেশাদার গণমাধ্যম বনাম জম্মু ও কাশ্মীর সরকার, অনুরাধা ভাসিন বনাম ভারত সরকার, শৈব শিয়াচারিয়ার্গল নালা সংগম বানাম তামিলনাড়ু সরকারের মতো একাধিক মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি এনভি রমন।

প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত

প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত

এদিকে এপ্রিল থেকে দায়ভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে রমনের মেয়াদকাল হতে চলেছে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। এদিকে দেশের প্রধান বিচারপতি বোবদের অবসরের দিন এগিয়ে আসছে, তাই এই মূহূর্তে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগে এক মূহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় কেন্দ্র। জোরকদমে চলছে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজ।


English summary
the next Chief Justice of the country NV Raman's historic verdict At a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X