For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাক্রোঁ ও মোদীর উত্তরপ্রদেশ সফরে তৈরি হল নানা ঐতিহাসিক মুহূর্ত, দেখুন ছবি

ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াটের সোলার প্লান্ট তৈরি করছে ফরাসি কোম্পানি এনজি। একনজরে দেখে নেওয়া যাক মোদী-ম্যাক্রোঁর বারাণসী সফরের কিছু মুহূর্ত একনজরে।

  • |
Google Oneindia Bengali News

ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াটের সোলার প্লান্ট তৈরি করছে ফরাসি কোম্পানি এনজি। উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রকল্পটি তৈরি হচ্ছে। তারই উদ্বোধনে সেখানে গিয়েছিলেন ম্যাক্রোঁ ও মোদী। শুক্রবার মধ্যরাতে ভারতে চারদিনের সফরে এসেছেন। প্রথম থেকেই তাঁর সফরসঙ্গী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বারাণসীর দীন দয়াল হস্তকলা কেন্দ্রও ঘুরে দেখেন দুই রাষ্ট্রনেতা। তারপরে বোটে চড়ে গঙ্গায় ঘোরেন। একনজরে দেখে নেওয়া যাক মোদী-ম্যাক্রোঁর বারাণসী সফরের কিছু মুহূর্ত একনজরে।

মির্জাপুরে স্বাগত

মির্জাপুরে সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধনের জন্য এদিন সকালে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। হেলিকপ্টার থেকে তাঁরা নামার পরে স্বাগত জানানো হয়।

প্লান্টের উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একসঙ্গে উপস্থিত থেকে সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন।

বড়া লালপুরে মোদী-ম্যাক্রোঁ

বারাণসীর দীনদয়াল উপাধ্যায় হস্তকলা সঙ্কুলে গিয়ে পৌঁছন নরেন্দ্র মোদী ও এমানুয়েল ম্যাক্রোঁ।

হস্তকলা কেন্দ্র ঘুরে দেখা

দীনদয়াল উপাধ্যায় হস্তকলা কেন্দ্র একসঙ্গে ঘুরে দেখেন নরেন্দ্র মোদী ও ম্যাক্রোঁ। তাঁদের সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

বোট চেপে ভ্রমণ

অসি ঘাটে বোটে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণ করেন নরেন্দ্র মোদী ও এমানুয়েল ম্যাক্রোঁ। ঘাটের দুপাশের জনতাকে অভিবাদনও জানান দুই রাষ্ট্রনেতা।

English summary
PM Modi and President Macron inaugurated Solar power plant in Mirzapur and enjoyed boat ride in Assi Ghat in Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X