For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বছরে কমতে চলেছে ইঞ্জিনিয়ারং-এর আসন সংখ্যা, আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা 'কাউন্সিল'-এর

দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে কমতে চলেছে ইঞ্জিনিয়ারং-এর আসনের সংখ্য়া। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রায় এক লাখ আসন সংখ্যা কমবে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর তরফে নতুন হ্যান্ডবুক-এ এই কথা

  • |
Google Oneindia Bengali News

দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে কমতে চলেছে ইঞ্জিনিয়ারং-এর আসনের সংখ্য়া। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রায় এক লাখ আসন সংখ্যা কমবে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর তরফে নতুন হ্যান্ডবুক-এ এই কথা জানানো হয়েছে। গত কয়েক বছর ধরেই প্রযুক্তিগত শিক্ষাক্ষেত্রে ৩০ শতাংশের কম পড়ুয়া ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে, সেখানে এবার আসনে কাট ছাঁটের মাধ্যমে ,গোটা বিষয়টিকে ভারসাম্যে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

আগামী বছরে কমতে চলেছে ইঞ্জিনিয়ারং-এর আসন সংখ্যা, আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা 'কাউন্সিল'-এর

যে সমস্ত প্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সংখ্য়া শূন্য, সেই সমস্ত জায়গার ভর্তি আগে বন্ধ করা হবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দেশের ৩, ২৯১ টি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় ১৫.৫ লাখ আসন শূন্য় রয়েছে। কাউন্সিলের নতুন হ্যান্ডবুকে জানানো হয়েছে , নতুন কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ খুলতে গেলে যে 'নো অবজেকশন' -এর নথি লাগে ,তা যদি রাজ্য সরকার অনুমোদন না করে, তাহলে সেই কলেজ কিছুতেই আর খোলা যাবে না। এজন্য কাউন্সিলও ব্যবস্থা নেবে না।

এছাড়াও , ভবিষ্যতে ডিমড ইউনিভার্সিটিগুলিতেও প্রযুক্তি বিষয়ক শিক্ষার জন্য চাই রেগুলেটরের সময়মাফিক অনুমোদন। তবে আপাতত যে সমস্ত বিশ্ববিদ্যালয় আপাতত ইউজিসি-র আওতায় রয়েছে, তাদের এখনই এবিষয়ে চিন্তার কোনও কারণ নেই। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং কলেজগুলি সংক্রান্ত বেশ কিছু দুর্নীতি, পড়ুয়াদের কম শতাংশ চাকরিপ্রাপ্তি, ইত্যাদি নানা বিষয় ঘিরেই কাউন্সিলের এই উদ্য়োগ বলে খবর।

English summary
The number of BTech/BE seats in the country is set to come down by almost a lakh in 2018-19, with the All India Council for Technical Education (AICTE) releasing its new approval handbook on Friday evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X