For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী শিক্ষাবর্ষ থেকেই সাপ বিষয়ক নতুন পাঠক্রম চালু করছে মধ্যশিক্ষা পর্ষদের

আগামী শিক্ষাবর্ষ থেকেই সাপ বিষয়ক নতুন পাঠক্রম চালু করছে মধ্যশিক্ষা পর্ষদের

  • |
Google Oneindia Bengali News

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের স্কুলের পাঠক্রমেও সাপ সংক্রান্ত একটি অধ্যায় চালু করার ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। বিভিন্ন প্রজাতির সাপ এবং তাদের কামড় সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতেই এই প্রয়াস বলে জানা যাচ্ছে।

এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাপ,সরীসৃপদের সাথে পরিচিত হবে, জৈব বৈচিত্র্য রক্ষায় তাদের ভূমিকা এবং তাদের দেখে কি করা উচিৎ সে সম্পর্কে সঠিক পাঠ পাবে বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের ওই কর্মকর্তা।

আগামী শিক্ষাবর্ষ থেকেই সাপ বিষয়ক নতুন পাঠক্রম চালু করছে মধ্যশিক্ষা পর্ষদের


জীবন বিজ্ঞান বইয়ে সাপ সম্পর্কে সচেতনতা

মধ্যশিক্ষা পর্ষদের পাঠক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, এই অধ্যায় টি যুক্ত হবে অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান বইতে যেখানে বিষদে থাকবে বিষাক্ত ও বিষহীন বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সাপেদের পরিচয়, তাদের ল্যাটিন ও সাধারণ নাম। পাশাপাশি তাদের দেখে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হওয়া উচিৎ সে সম্পর্কে কিছু সচেতনতামূলক নির্দেশনা।

তিনি আরও জানান, কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনায় এই পাঠক্রমটির খসড়া তৈরি করা হয়েছে। বর্ষাকালে গ্রাম থেকে মফস্বলে সাপের কামড়ে প্রাণ হারান প্রচুর মানুষ, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে, পাশাপাশি জৈব বৈচিত্র্য, রক্ষায় তাদের ভূমিকা এবং বিষাক্ত প্রাণীসহ বিভিন্ন সরীসৃপ দের ভীতিজনিত কারণে হত্যা বন্ধ করার প্রতিরোধকমূলক ব্যবস্থা তৈরি করে শিক্ষার্থী এবং তাদের পরিবার কে এই বিষয়ে অবগত করতেই এই অধ্যায় প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন পাঠক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর মতে, "শিক্ষার্থীদের মধ্যে সমৃদ্ধ জীব বৈচিত্র্য সম্পর্কে সম্যক জ্ঞান, পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি করতেই এই অধ্যায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে বুদ্ধিজীবী মহলের একাংশ। একটি প্রতিবেদন থেকে জানা যায়, মূলত বন বিভাগের অসতর্কতার কারণেই রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে সাপের কামড়ে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হয়, পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে সাপ হত্যার ঘটনা। বিশেষজ্ঞ মহলের ধারণা, বৃহত্তর সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এবার নতুন পাঠক্রমে যুক্ত হতে চলেছে সাপ বিষয়ক এই নতুন অধ্যায়।

English summary
from next academic session new snake chapter will be added in the school textbook to raise awareness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X