For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে কটাক্ষে এমনই কথা বললেন মোদীর মন্ত্রী, হেসে লুটোপুটি সবাই, দেখুন ভিডিও

কয়েকদিন আগেই রাহুলকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন মোদী সরকারের মন্ত্রী রামদাস আটাওয়ালে। বলেছিলেন, ভোটে জিততে রাহুল গান্ধীর বিয়ে করা উচিত।

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই রাহুলকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন মোদী সরকারের মন্ত্রী রামদাস আটাওয়ালে। বলেছিলেন, ভোটে জিততে রাহুল গান্ধীর বিয়ে করা উচিত। বুধবার সংসদ কক্ষেও তিনি রাহুলকে কটাক্ষ করতে ছাড়লেন না। আমেথিতে হার নিয়ে কটাক্ষ করলেন রাহুলকে। তারপরও লোকসভা কক্ষে বসার জন্য অভিনন্দন জানালেন রাহুলকে। একইসঙ্গে একের পর এক কথায় তিনি নিজে না হেসে সবাইকে হাসিয়ে ছাড়লেন।

রাহুলকে কটাক্ষে এমনই কথা বললেন মোদীর মন্ত্রী, হেসে লুটোপুটি সবাই, দেখুন ভিডিও

বুধবার সংসদে রামদাস আটাওয়ালের কথায় হেসে লুঠোপুটি খেতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকী কংগ্রেস সাংসদ তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী পর্যন্ত হাসলেনষ। এবং খোদ রাহুল গান্ধীকেও হাসতে দেখা গেল রামাদাসের কথায়। মোট কথা, শাসক-বিরোধী উভয় পক্ষর সাংসদেরই তিনি হাসিয়ে ছাড়েন এদিন।
রামদাস আটাওয়ালে আরও বলেন, যখন কংগ্রেসের সরকার ছিল, তখন আমি একসঙ্গে ছিলাম। তার এই কথাতেই সবথেকে বেশি হাসির রোল ওঠে। তারপর বলেন, এই লোকসবা নির্বাচনের আগে আমাকে অনেক কংগ্রেস বন্ধু তাঁদের সঙ্গে যোগ দিতে বলেছিলেন। আমি বলেছিলাম, হাওয়া যা দেখছি, তা মোদীর অভিমুখেই বইছে। তাই দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে। আরও বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ।
তিনি বলেন, গত পাঁচ বছরে একের পর এক হার হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। হাত ছাড়া হয়েছে অনেক রাজ্য। গত এক বছরে কর্নাটক-সহ দেশের তিন-চারটি রাজ্যে কংগ্রেসের সরকার গঠিত হলেও সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রবল ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মাত্র ৫২টি আসন দখল করতে পেরেছে তারা। এমনকী কংগ্রেস সভাপতি স্বয়ং হেরেছেন আমেথির মতো কেন্দ্রে। তারপরই এই কটাক্ষ ভেসে অসে রামদাস আটাওয়ালের তরফে।

এর আগে মোদি সরকার মন্ত্রী তথা ভারত রিপাবলিকান পার্টির সভাপতি রামদাস আটাওয়ালে বলেছিলেন, তিনি মনে করেন যে ঘুরে দাঁড়ানোর জন্য রাহুল গান্ধী আরও শক্তিশালী হতে হবে। আর এই শক্তিশালী হওয়ার জন্য অবিলম্বে বিয়ে করা প্রয়োজন। ২০১৪ সালেও রাহুল গান্ধীর কাঁধে ছিল কংগ্রেস দায়িত্ব। সেই নির্বাচনে বিশাল জনাদেশ নিয়ে কেন্দ্রে সরকার গঠন করে এনডিএ। এবারও তাই।

English summary
From Modi to Sonia and also Rahul smile to hear Modi’s minister talk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X