For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ মে থেকে ভ্যাকসিন পেতে আবশ্যিক কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন, নিয়ম লাগু ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য

  • |
Google Oneindia Bengali News

সরাসরি ভ্যাকসিন সেন্টারে চলে গেলেই হবে না। ১ মে থেকে যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য (বয়সের হিসাবে) তাঁদের কো উইন অ্যাপে আবশ্যিকভাবে নাম রেজিস্টার করাতে হবে। ফলে দেশের ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের ভ্যাকসিনের জন্য আবশ্যিকভাবে নিজের নাম রেজিস্টার করাতে হবে।

১ মে থেকে ভ্যাকসিন পেতে আবশ্যিক কোউইন অ্যাপে নাম রেজিস্ট্রেশন, নিয়ম লাগু ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য

তবে ৪৫ বছরের উপরের যাঁদের বয়স তাঁদের জন্য সরকার পুরনো ব্যবস্থাই চালু রেখেছে। ফলে ভ্যাকসিন সেন্টারে গিয়ে তাঁরা ভ্য়াকসিন নিতে পারবেন। একটি রিপোর্টে বলা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপেও রেজিস্টার করা যাবে নাম। ' ভ্যাকসিন যখন সবার জন্য চালু হবে, তখন চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করতে কোউইন পোর্টালের মাধ্যমে নাম রেজিস্টার করতে হবে। আগে থেকে ভ্যাকসিনের জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে। যাতে সরাসরি এসে ভ্যাকসিন নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই এমন বন্দোবস্ত', একথা জানিয়েছেন এক সরকারী আধিকারিক।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোতে প্রবল পরিমাণে আক্রান্ত দেশ। এদিনও কার্যত সাড়ে তিন লাখের কাছাকাছি গিয়েছে দেশের করোনা গ্রাফ। এরই মাঝে বাড়তে থাকা মৃতের সংখ্যা আশঙ্কা বাড়াচ্ছে । এদিকে, করোনার বাড়বাড়ন্তের মধ্যে সকলের জন্য ভ্যাকসিন চালু করে দিয়েছে দেশ। তবে এর মাঝে কোভিড ভ্যাকসিন সকলের জন্য আসায় ভ্যাকসিন প্রস্তপত প্রস্ততকারক সংস্থাকে ডোজের দাম জানাতে বলেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনেছে তার থেকে বেশি দামে রাজ্যগুলিকে কিনতে হবে ডোজ। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজ্যের মুখ্যমন্ত্রী।

English summary
From May 1 Those Eligible for Vaccine Will Have to Register on CoWIN or Aarogya Setu First
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X