১ ডিসেম্বর থেকে বাড়বে মাসুল, খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের
টেলিকম সংস্থার প্রধান সংস্থা ভারতী এয়ারটেল এ বছরের ডিসেম্বর থেকে ৫.৭৯ শতাংশ মাসুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোডাফোন আইডিয়া ১ ডিসেম্বর থেকে মাসুল বাড়ানোর সিদ্ধান্তের পরই এয়ারটেল এই ঘোষণা করে। অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে খরচ বাড়ছে এয়ারটেলের গ্রাহকদেরও।

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বেশ কয়েকবছর ধরেই কলিং এবং ডেটা, সবক্ষেত্রেই নানারকম অফার এবং বিপুল ছাড় দিয়েছে এয়ারটেল৷ সংস্থার আয়ের অঙ্ক এবং লাভের অঙ্ক কমায় এবার কল চার্জেস নতুন করে প্রকাশ করবে এয়ারটেল৷ এর ফলে কল চার্জেস এবং ডেটা (ইন্টারনেট)–র দাম বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও ঠিক কতটা দাম বাড়তে চলেছে, সেটা স্পষ্ট করেনি এয়ারটেল বা ভোডাফোন কোনও সংস্থাই। তবে দু’টি সংস্থাই জানিয়েছে যে লোকসানে ডুবে কাহিল তারা। কেন্দ্রের কাছে দ্রুত আর্থিক সাহায্যের আর্জিও জানিয়েছে। সোমবার ভোডাফোন ও এয়ারটেল জানিয়েছে, গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে ১ ডিসেম্বর থেকে তারা উপযুক্ত পরিমাণে মাসুল বাড়াবে। এর বিশদ ব্যাখ্যা না দিলেও তাদের বক্তব্য, এখনকার মাসুল ব্যবসার পক্ষে লাভজনক নয়। কারণ, একে এই শিল্পে মূলধনী লগ্নির প্রয়োজন বেশি, উপরন্তু দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জন্য নিয়মিত পুঁজি ঢালাও জরুরি। অথচ আর্থিক সঙ্কটে তাদের ব্যবসায়িক সম্ভাবনা কমছে। তাই এই সিদ্ধান্ত।
লাইসেন্স ও স্পেকট্রাম ফি নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরে পুরনো সংস্থাগুলির ঘাড়ে দীর্ঘ দিনের বিপুল বকেয়া মেটানোর দায় চাপা। এই অবস্থায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে চোখ কপালে তোলা লোকসান গুনেছে দেশের বিভিন্ন টেলিকম সংস্থা। রিল্যায়েন্স জিওর মাসুল প্রতিযোগিতায় মার খাচ্ছে ভোডাফোন–এয়ারটেলের ব্যবসা। তাই এটাও একটা কারণ এয়ারটেলের মাসুল বাড়ানোর। গত জুলাই–সেপ্টেম্বরে ত্রৈমাসিকে ভিআইএল–এর নিট লোকসান হয়েছে ৫০,৯২২ কোটি। অন্যদিকে, ভারতী এয়ারটেলের লোকসানের পরিমাণ ২৩,০৪৫ কোটি। এই পরিস্থিতিতে আর্থিক ত্রাণ চেয়ে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে তারা
পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন আসতে চলেছে ভারতে