For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি রামে মজলে কংগ্রেস কোন ভগবানের ভরসায় লোকসভা ভোটের ময়দানে নামছে জানেন কি

উত্তরপ্রদেশে বিভিন্ন দলগুলি তাদের পছন্দের ভগবানকে বেছে নিতে শুরু করেছে। তাদের সামনে রেখেই সকলে ভোটের ময়দানে নামবে।

  • |
Google Oneindia Bengali News

সামনের বছরেই লোকসভা নির্বাচন। ২০১৯ লোকসভা ভোটে অনেক নতুনত্ব কিছু দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তার রেশ অবশ্য এখন থেকেই টের পাওয়া শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে বিভিন্ন দলগুলি তাদের পছন্দের ভগবানকে বেছে নিতে শুরু করেছে। তাদের সামনে রেখেই সকলে ভোটের ময়দানে নামবে।

বিজেপি রামে মজলে কংগ্রেস কোন ভগবানের দোরে নতজানু জানেন কি

বিজেপি যেমন প্রথম থেকেই ভগবান রামে ভরসা রেখে প্রচার চালিয়ে আসছে, তেমনই সমাজবাদী পার্টি এবার ভরসা রেখেছে ভগবান বিষ্ণুর উপরে। আর সবচেয়ে পুরনো দল কংগ্রেসের পছন্দের ভগবান হলেন শিব। কারণ দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী আগেই নিজেকে শিবভক্ত হিসাবে ঘোষণা করেছেন। ফলে তাঁর দলের লোকেরা শিবভক্ত হবেন তা বলাই বাহুল্য।

কিছুদিন আগেই কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন রাহুল। নিজের আমেঠির লোকসভা কেন্দ্রেও বোল-বম ধ্বনিতে দলের কর্মীদের উৎসাহ দেন। এমনকী শিব ভক্ত কানওয়ারি-দের মতোও সেজেছিলেন।

এদিকে বিজেপি যেমন রামে ভরসা রেখেছে। অযোধ্যায় রাম মন্দির হবে এই ভরসা দুদিন আগেও দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্য বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে।

অন্যদিকে সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব ভগবান বিষ্ণুর নামে একটি আস্ত শহর বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশে আঙ্কোর ভাটের মতো মন্দির বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনা হল, উত্তরপ্রদেশ যেকোনও দলের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোট ৮০ আসনের মধ্যে যে বেশি আসন পাবে, কেন্দ্রে তাঁরাই ক্ষমতায় আসবে। বিজেপিও ৭১টি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করে। বাকী ৯টি আসনের মধ্যে আপনা দল ২টি, সপা ৫টি ও কংগ্রেস ২টি আসন পেয়েছিল। ফলে ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই ভগবান প্রীতি বাড়বে সন্দেহ নেই।

English summary
From BJP to Congress, choice of Gods of political parties in Uttar Pradesh ahead of Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X