For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড বৃদ্ধির জের, এবার থেকে ২ ঘণ্টার কম সফরে যাত্রীদের খাবার পরিবেশন করা হবে না বিমানে

২ ঘণ্টার কম সফরে যাত্রীদের খাবার পরিবেশন করা হবে না বিমানে

Google Oneindia Bengali News

দেশে বাড়তে থাকা করোনা ভাইরাসের জেরে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক। সোমবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফে জানানো হয়, এখন থেকে ২ ঘণ্টার কম সময় হলে অর্ন্তঃদেশীয় বিমানযাত্রায় আর যাত্রীদের খাবার পরিবেশন করা হবে না। বিমানের মধ্যে যাতে মাস্ক না খুলতে হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। ১৫ এপ্রিল থেকে এই নতুন নিয়ম বলবৎ হবে বলে জানানো হয়েছে।

২ ঘণ্টার কম সফরে খাবার নয় যাত্রীদের

২ ঘণ্টার কম সফরে খাবার নয় যাত্রীদের

মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, '‌অর্ন্তঃদেশীয় বিমান সংস্থা, বিমানের ভেতর খাবার পরিবেশনও করে থাকে, তা শুধুমাত্র ২ ঘণ্টা বা তার বেশি সময়ের বিমানের ক্ষেত্রে প্রযোজ্য।'‌ মন্ত্রক এটা লক্ষ্য করেছে যে বর্তমানে সার্স-কোভ-২-এর তিনটে স্ট্রেইন, যা বিভিন্ন দেশে সনাক্ত হয়েছে, ভারতেও তার অস্তিত্ব পাওয়া গিয়েছে। তার ফলেই দেশে ক্রমাগত কোভিড কেস বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। ব্রাজিল, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন এ দেশে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, '‌কোভিড-১৯ ও তার ভ্যারিয়ান্টের কথা বিবেচনা করে অসামরিক বিমান মন্ত্রক অর্ন্তঃদেশীয় বিমানে খাবার পরিবেশন নিয়ে পর্যালোচনা করে।'‌

 পুনরায় ব্যবহারযোগ্য প্লেট বা গ্লাস নয়

পুনরায় ব্যবহারযোগ্য প্লেট বা গ্লাস নয়

তবে বিমানে এই খাবার পরিষেবা কিছু নির্দিষ্ট শর্ত মেনে করা হবে। পুনরায় ব্যবহার যোগ্য এমন কোনও প্লেট, গ্লাস বা কাটলারি ব্যবহার চলবে না, ফেলে দেওয়া যায় এমন বোতল, গ্লাস, পাত্র বা ক্যানে করে চা, কফি, অ্যালকোহল বা নন-অ্যালকোহল পানীয় পরিবেশন করা যেতে পারে এবং ব্যবহারের পর তা অবশ্যই বিমানের ডাস্টবিনে ফেলে দিতে হবে।

 পরতে হবে নতুন গ্লাভস

পরতে হবে নতুন গ্লাভস

প্রত্যেক খাবার ও পানীয় পরিবেশনের আগে ক্রু সদস্যদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে এবং যাত্রীদের কোভিড নিয়ম সম্পর্কে অবহিত করতে হবে। এই নিয়মগুলি নিয়মিতভাবে পর্যালোচিত হবে এবং প্রয়োজনে তা বদলানো যেতে পারে।

 গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা

গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা

গত বছর মার্চে করোনা ভাইরাসের প্রথম মহামারির লকডাউনের সময় অসামরিক বিমান মন্ত্রক দেশীয় ও আন্তর্জাতিক সব বিমান পরিষেবা বন্ধ করে দেয়। যদিও মে মাসে আর্ন্তঃদেশীয় বিমান পরিষেবা পুনরায় চালু হলেও আন্তর্জাতিক পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। অগাস্টে বিমানের ভেতর খাবার পরিবেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয় মন্ত্রক।

English summary
New rules have been introduced for flight, serve food to passengers traveling for two hours or more
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X