For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ অক্টোবর থকে পরিবর্তিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম! পরিবর্তন হচ্ছে এসবিআই-এর নয়া নিয়মেও

জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন আইনের পরিবর্তন আমরা দেখেছি। নিয়মের পরিবর্তনও দেখেছি। এবার ১ অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে কিছু পরিবর্তন হতে যাচ্ছে। অন্যদিকে স্টেটব্যাঙ্কের নিয়মেও কিছু পরিবর্তন হ

  • |
Google Oneindia Bengali News

জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন আইনের পরিবর্তন আমরা দেখেছি। নিয়মের পরিবর্তনও দেখেছি। এবার ১ অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে কিছু পরিবর্তন হতে যাচ্ছে। অন্যদিকে স্টেটব্যাঙ্কের নিয়মেও কিছু পরিবর্তন হতে যাচ্ছে।

মমতা এখন নিভে গিয়েছে! নতুন 'অগ্নিকন্যা' পেল বিজেপিমমতা এখন নিভে গিয়েছে! নতুন 'অগ্নিকন্যা' পেল বিজেপি

 কেন্দ্রীয় আইনে পরিবর্তন

কেন্দ্রীয় আইনে পরিবর্তন

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ভেহিকল রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। যার ফলে কে কাউকে তাঁর ড্রাইভিং লাইসেন্স আপডেট করতে হবে। সারা দেশে ১ অক্টোবর থেকে ইউনিফর্ম বেহিকল রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। নতুন ড্রাইভিং লাইসেন্সে মাইক্রোচিপ থাকবে। সেই মাইক্রোচিপে কিউআর কোড এবং নেয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার থাকবে।

ড্রাইভারদের সম্পর্কে তথ্য

ড্রাইভারদের সম্পর্কে তথ্য

এই পরিবর্তনের ফলে সরকারের কাছে রেকর্ড থাকবে ড্রাইভিং লাইসেন্স হোল্ডারকে করা পেনাল্টির বিষয়ে। নতুন ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভিন্নভাবে সক্ষম ড্রাইভারদের সম্পর্কেও তথা রাখা সম্ভবপর হবে। এছাড়াও গাড়িতে কোনও পরিবর্তন হলেও তারও তথ্য থাকবে সেখানে।

পেপারলেস হবে ভেহিকল রেজিস্ট্রেশন কার্ড

পেপারলেস হবে ভেহিকল রেজিস্ট্রেশন কার্ড

ভেহিকল রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে ১ অক্টোবর থেকে তা সম্পূর্ণ পেপার ছাড়া হয়ে যাবে। নতুন রেজিস্ট্রেশন কার্ডে মালিকের নাম থাকবে সামনের দিকে। মাইক্রোচিপ এবং কিউআৎ কোড থাকবে কার্ডের পিছনের দিকে।

১ অক্টোবর থেকে পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডে কোনও সুবিধা নয়

১ অক্টোবর থেকে পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডে কোনও সুবিধা নয়

১ অক্টোবর থেকে পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডে তেল কিনতে গেলে কোনও সুবিধা পাওয়া যাবে না। বড় ব্যবসার ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্পোরেট ট্যাক্স কমানোর যে ঘোষণা করেছিলেন, তার সুবিধা পাওয়া যাবে এই অক্টোবর থেকেই।

 বাড়ি, গাড়ি, পার্সোনাল লোনের সুদের হার কমবে

বাড়ি, গাড়ি, পার্সোনাল লোনের সুদের হার কমবে

আরবিআই-এর নতুন পদক্ষেপের ফলে বাড়ি, গাড়ি, পার্সোনাল লোনের সুদের হারও কমতে চলেছে।

স্টেট ব্যাঙ্কে কমতে চলেছে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স

স্টেট ব্যাঙ্কে কমতে চলেছে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স

১ অক্টোবর থেকে এসবিআই তাদের অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কমাতে চলেছে। মেট্রো এবং আরবান ব্যাঙ্কের ক্ষেত্রে এএমবি হবে ৩ হাজার টাকা। গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে তা হবে ১ হাজার টাকা। এক্ষেত্রেও কোনও গ্রাহক যদি সেই টাকা রাখতে না পারেন, তাহলে যে চার্জ আদায় করা হত, তাও কমে যাবে।

English summary
From 1 October onwards changes in Driving licence and SBI rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X