For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহার্ঘ জ্বালানি! বিয়েতে 'পেট্রোল' উপহার পেলেন পাত্র, কোথায় ঘটল এমন ঘটনা

তামিলনাড়ুতে এক বিয়েতেও পেট্রোল হয়ে উঠল চর্চার বিষয়।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে পেট্রোলের অগ্নিমূল্য। মুম্বইয়ের মতো শহরে নব্বই টাকা লিটার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্র জ্বালানির দাম কমানোর চেষ্টা করছে বলে দাবি করেছে। তবে এতে ভারতের বাজার নয়, বাইরের বাজারের কারণেই দাম বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে বিভিন্ন রাজ্য জ্বালানিতে তাদের অংশের সেস কমাচ্ছে। ফলে রাজ্য বিশেষে ১-২ টাকা করে লিটারে দাম কমেছে। যদিও সার্বিকভাবে নিস্তার নেই জ্বালানির অগ্নিমূল্য থেকে বাঁচার।

মহার্ঘ জ্বালানি! বিয়েতে পেট্রোল উপহার পেলেন পাত্র

এমন অবস্থায় সারা দেশে পেট্রোল-ডিজেল নিয়ে চর্চা অব্যাহত। তামিলনাড়ুতে এক বিয়েতেও পেট্রোল হয়ে উঠল চর্চার বিষয়। কারণ বরের বন্ধুরা বিয়েতে উপঢৌকন হিসাবে পাঁচ লিটার পেট্রোল দিয়েছেন।

তামিনলাড়ুতে নববিবাহিত বর-কনে অনুষ্ঠান হলে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছিলেন। হঠাৎ এসে উপস্থিত হন বন্ধুরা। সঙ্গে ছিল পাঁচ লিটারের পেট্রোলের বোতল। তামিল টেলিভিশন 'পুতিয়া থালাইমুরাই' এই খবর জানিয়েছে।

এই উপঢৌকন পেয়ে গোটা হলে হাসির রোল ওঠে। বন্ধুরা সেই ঘটনার ভিডিও করেন। তা সংবাদ চ্যানেলে দেখানোও হয়েছে। তামিলনাড়ুতে ৮৫ টাকার বেশি হয়ে গিয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। সারা দেশের মতো এখানেও আমজনতার মনে ক্ষোভ জমেছে।

English summary
Friends present 'petrol,' to Tami Nadu groom as wedding gift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X