For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে বন্যার কবলে অসম, বিপর্যস্ত ৭২ হাজার মানুষ

ফের নতুন করে বন্যার কবলে অসমের একাংশ। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার প্রায় ৭২ হাজার মানুষ।

  • |
Google Oneindia Bengali News

ফের নতুন করে বন্যার কবলে অসমের একাংশ। এই রাজ্যের ৫ টি জেলা এখন প্লাবনে বিপর্যস্ত। সোনিতপুর, ধেমাজি, নগাওঁ, লখিমপুর এখন জলমগ্ন। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার প্রায় ৭২ হাজার মানুষ।

নতুন করে বন্যার কবলে অসম, বিপর্যস্ত ৭২ হাজার মানুষ

উল্লেখ্য, এর আগেও দুটি পর্যায়ে বন্যায় প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় আসাম। ফের একবার নতুন করে বন্য়া পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্ধারের কাজে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে, ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স বা এনডি আরএরফ। বন্যাকবলিত বিভিন্ন জায়গা থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।

ত্রাণের কাজ করতে গিয়ে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন এনডিআরএফ কর্মীরা। প্রবল বৃষ্টিতে জরাশর নদীর জলসীমা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।পরিস্থিতি মোকাবিলায় ২১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে এখনও পর্যন্ত ১০০ জন আশ্রয় নিয়েছেন।

English summary
A fresh wave of flood inundated several places in five districts of the state on Sunday, affecting thousands of people. According to the Assam State Disaster Management Authority (ASDMA), nearly 72,000 people in Dhemaji, Lakhimpur, Sonitpur, Morigaon and Nagaon districts have been hit by the latest flood wave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X