For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের পথেই দিল্লি, সহমত আপ-কংগ্রেস-বিজেপির

Google Oneindia Bengali News

নির্বাচনের পথেই দিল্লি, সহমত আপ-কংগ্রেস-বিজেপির
নয়াদিল্লি, ৩ নভেম্বর : বিধানসভা ভেঙে ভোটের পথে দিল্লি। আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল সোমবার দিল্লির উপরাজ্যপাল নজিব জঙ্গের সঙ্গে দেখা করেন। কোনও দলই এই মুহূর্তে সরকার গঠনের পরিস্থিতিতে নেই,তাই রাজধানীতে নতুন করে বিধানসভা নির্বাচন হবে বলে ইঙ্গিত দিলেন জঙ্গ।

বিজেপি ও কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছিল, বিধানসভা নির্বাচনে তারা প্রস্তুত। কংগ্রেসের দাবি, যচ শীঘ্র সম্ভব ভেঙে দেওয়া হোক বিধানসভা এবং দিল্লিতে নতুন করে নির্বাচন করা হোক। বিজেপিও জানিয়ে দিয়েছিল, জোট নয়, দিল্লিতেও একক সরকার গঠনে আশাবাদী দল, তাই দিল্লির মানুষের রায় পেতে নয়া নির্বাচনে প্রস্তুত বিজেপিও।

সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সন্ধ্যের মধ্যেই নেবেন উপরাজ্যপাল। আজ রাতের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রের কাছে। দিল্লির সরকার গঠন নিয়ে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন তুলে উপপাজ্যপাল ও কেন্দ্রকে দায়ী করে শীর্ষ আদালত। আদালত জানিয়ে দেয় রাষ্ট্রপতি শাসন চিরকাল চলতে পারে না। এরপরই রাজনৈতির দলগুলির সঙ্গে আলোচনার সিদ্ধা নেন জঙ্গ।

English summary
Fresh election in Delhi likely; Kejriwal finally meets LG Najeeb Jung
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X