For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক নিয়ে কেন্দ্র নয়া বিল পেশ করল লোকসভায়

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। তা নিয়ে সোমবার নয়া বিল পেশ হল লোকসভায়।

  • |
Google Oneindia Bengali News

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। তা নিয়ে সোমবার নয়া বিল পেশ হল লোকসভায়। সেপ্টেম্বরে যে অর্ডিন্যান্স জারি হয়েছিল, তার বদলি হিসাবে এদিন বিলটি পেশ করা হয়েছে। নতুন নিয়ম মোতাবেক তিন তালাক দিলে তা অবৈধ হবে এবং স্বামীর তিন বছরের কারাবাস হবে। এদিন বিল পেশের পর আগের বিলটি যেটি লোকসভায় পাশ হয়ে রাজ্যসভায় আটকে ছিল সেটি বাতিল হল।

তিন তালাক নিয়ে কেন্দ্র নয়া বিল পেশ করল লোকসভায়

আগের বিলটি সংসদের নিম্ন কক্ষে পাশ হয়ে গিয়েছিল। তবে উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধীদের হট্টগোলে তা পাশ করানো যায়নি। ফলে সরকার কিছু সংশোধনী আনতে বাধ্য হয়েছে। যার মধ্যে স্বামীর জামিন নেওয়ার অধিকারের বিষয়টি রয়েছে।

সংশোধনী করে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করেছে। সেই অর্ডিন্যান্সের মেয়াদ হয় ছয় মাস। তবে সংসদের অধিবেশনের শুরু দিন থেকে ধরলে ৪২দিনের মধ্যে বিল পাশ করাতে হবে। নাহলে তা বাতিল হয়ে যাবে। যদিও সেক্ষেত্রে কেন্দ্র নয়া অধ্যাদেশ আনতে পারে।

নতুন আইনে তিন তালাক জামিন অযোগ্য অপরাধ হলেও অভিযুক্তকে জামিনের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে তবেই ম্যাজিস্ট্রেট মনে করলে স্বামী জামিন পাবেন। নতুন আইনে আত্মীয় ছাড়া পাড়া-প্রতিবেশী অভিযোগ দায়ের করতে পারবে না। নির্যাতিত মহিলা আদালতে নিজের সন্তানের অধিকার দাবি করতে পারবেন। শেষ অবধি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।

English summary
Fresh bill introduced to make triple talaq penal offence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X