For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোকাসে সন্ত্রাসবাদ ও জলপথ, চিন-পাকিস্তানকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভারত সফরে ম্যাক্রোঁ

চারদিনের ভারত সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার মধ্যরাতে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক নানা বিষয়ে যেমন আলোচনা ও চুক্তি হবে।

  • |
Google Oneindia Bengali News

চারদিনের ভারত সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার মধ্যরাতে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক নানা বিষয়ে যেমন আলোচনা ও চুক্তি হবে। তেমনই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতকে এগিয়ে যেতে বড় সাহায্যের হাত বাড়িয়ে দেবে ফ্রান্স। ভারত মহাসাগর এলাকায় চিন দাপাদাপি বাড়িয়ে চলেছে। পাশাপাশি প্রতিবেশী পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিয়ে উসকানিমূলক আচরণ করছে। এই সবকিছুর প্রেক্ষিতে ম্যাক্রোঁর ভারত সফর আলাদা গুরুত্ব পেয়েছে।

ভারতে পদার্পন

শুক্রবার মধ্যরাতে চারদিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তাঁকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে মধ্যরাতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর স্বাগত জানানো

এই প্রথম ভারত সফরে এলেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে মধ্যরাতে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করলেও নিজের স্টাইলে বুকে জড়িয়ে ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিগিটকে ভারতে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার

এদিন সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে গার্ড অব অনার জানানো হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত

সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিগিট। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মোদীও।

মোদীক সঙ্গে ম্যাক্রোঁ

এরপরে মোদীকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ম্যাক্রোঁ। তারসঙ্গে হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

রাজঘাটে মহাত্মাকে শ্রদ্ধা

এদিন সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে আসেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ব্রিগিট।

সুষমার সঙ্গে বৈঠক

এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করেন ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ। বানিজ্য, বিনিয়োগ, কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংষ্কৃতি ও শিক্ষা নিয়ে দুদেশের আলোচনা হয়েছে।

ফোকাসে সন্ত্রাসবাদ

ফ্রান্সের সঙ্গে ভারতের দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস রয়েছে। জলসীমায় গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া ও সহায়তা করে প্রতিবেশী দেশগুলিকে যেমন ভারত ফ্রান্সের সাহায্য নিয়ে সমঝে দিতে চাইছে, তেমনই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনেও ফ্রান্সকে কৌশলগত সহযোগী করতে চাইছে ভারত। এর পাশাপাশি ম্যাক্রোঁর ভারত সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক নানা বিষয়ে দুইদেশের আলোচনা ও চুক্তি হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে।

English summary
French President Emmanuel Macron is on a 4-day India visit with wife Brigitte Marie-Claude Macron
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X