For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রতিবাদীর হাতে ফ্রি কাশ্মীর পোস্টার, মহিলাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ

‌প্রতিবাদীর হাতে ফ্রি কাশ্মীর পোস্টার, মহিলাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ

Google Oneindia Bengali News

‌প্রতিবাদীর হাতে দেশদ্রোহী প্ল্যাকার্ড, মহিলাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ

সোমবার জেএনইউয়ের হামলার প্রতিবাদে মুম্বইয়ের গেটওয়ে অই ইন্ডিয়াতে প্রতিবাদ দেখানো হয়। যেখানে এক প্রতিবাদী মহিলার হাত দেখা যায় '‌ফ্রি কাশ্মীর’‌ লেখা প্ল্যাকার্ড। যা নিয়ে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিজেপি এ ধরনের '‌বিচ্ছিন্নতাবাদী মতামতের’‌ বিরুদ্ধে কড়া আপত্তি জানায়। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

‌প্রতিবাদীর হাতে ফ্রি কাশ্মীর পোস্টার, মহিলাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ


রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল মুম্বইয়ে 'অকুপাই গেটওয়ে' আন্দোলন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে গুণ্ডাবাহিনীর তাণ্ডবের প্রতিবাদে এই আন্দোলনে সামিল হন বাণিজ্যনগরীর পড়ুয়ারা। সেখানেই এক মহিলার হাতে দেখা যায় ফ্রি কাশ্মীরের পোস্টার। তার বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টারের ছবি ও ভিডিয়ো পোস্ট করে ওই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি করেছে নেটিজেন। মুম্বই পুলিশের নজরে রয়েছে গোটা ঘটনাটি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে খোঁজা হচ্ছে। এ ধরনের দেশদ্রোহী প্ল্যাকার্ড নেওয়ার জন্য ওই মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই পোস্টার উপলব্ধ রয়েছে এমন ছবি ও ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ওই মহিলা জানিয়েছেন যে এই পোস্টারের মাধ্যমে গত ছ’‌মাস ধরে কাশ্মীরিরা যে ভাবে বন্দী রয়েছে তাদের মানবাধিকার ফেরানোর দাবি করা হয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে জানিয়েছেন যে মুম্বইয়ে কি করে এ ধরনের বিচ্ছিন্নতাবাদী মতামত তৈরি হয়?‌ বিজেপি নেতা কীরিত সোমাইয়াও এ ধরনের প্রতিবাদ নিয়ে সমালোচনা করেন।

জেএনইউ কাণ্ডে উপাচার্যের দিকে ভ্রূকুটি কেন্দ্রের! তুলনা টানা হল জামিয়ার ঘটনার জেএনইউ কাণ্ডে উপাচার্যের দিকে ভ্রূকুটি কেন্দ্রের! তুলনা টানা হল জামিয়ার ঘটনার

English summary
On Monday at Gateway of India protest, a woman was seen holding up a huge placard with the words 'Free Kashmir' written in bold letters. Police are now on the lookout for the woman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X