For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার

ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের ২,৬৯৭ টি টেস্ট প্র্যাকটিস সেন্টারকে আগামী বছর থেকে প্রবেশিকা পরীক্ষার টিচিং সেন্টারে পরিণত করবে।

  • |
Google Oneindia Bengali News

উচ্চ শিক্ষার জন্য যে সব প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তার জন্য পরিক্ষার্থীরা অনেকেই অনেক বেসরকারি সংস্থায় কোচিং নেন। কিন্তু আর্থিক সংস্থানের অভাবের জন্য অনেকেই সেই সুয়োগ নিতে পারেন না। এবার তাদের কথা মাথায় রেখেই প্রবেশিকা পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, পরের বছর থেকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাদের ২,৬৯৭ টি টেস্ট প্র্যাকটিস সেন্টারকে টিচিং সেন্টারে পরিণত করবে। সেখানে বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে চলতি বছরের ৮ সেপ্টেম্বর তারিখ থেকে চালু হবে ওই টেস্ট প্র্যাকটিস সেন্টারগুলি। প্রথম ধাপে শুধুমাত্র মক টেস্ট নেওয়া হলেও ২০১৯ সালের মে মাস থেকে সেখানে টিচিং চালু হবে। চলতি বছরের ১ সেপ্টেম্বর তারিখ থেকে চালু হবে এনটিএ-র মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। সেখানে নাম নথিভুক্ত করলে ২০১৯-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা জেইই-মেইন পরীক্ষা ও ইউজিসি-এনইটি পরীক্ষার মক টেস্ট দেওয়ার সুযোগ মিলবে।

[আরও পড়ুন:নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য][আরও পড়ুন:নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য]

প্রথম এই সেটের পরীক্ষা নেওয়া হয়ে যাওয়ার পর পরের বছর থেকে চালু হবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, শিক্ষার্থীরা প্রথমে পরীক্ষা দেবেন। তারপর সেই পরীক্ষাগুলির ফল বেরোলে, সেই ফল বিশ্লেষণ করতে পারবেন সেন্টারে উপস্থিত বিশেষজ্ঞদের সাহায্যে। টেস্ট সেন্টারের শিক্ষকরাই পরীক্ষার্থীদের দেখিয়ে দেবেন কোথায় ভুল হচ্ছে, বা কোথায় ধারণার সমস্যা হচ্ছে।

[আরও পড়ুন: হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ][আরও পড়ুন: হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ]

শিক্ষা জগতের সবাই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে করে এখন বিপুল অর্থের বিনিময়ে যেসব বেসরকারি সংস্থা প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার খুলে বসেছে, তাদের দাপট কমবে।

[আরও পড়ুন:কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে বৈষম্যের মধ্যেই বেরোতে চলেছে ডিএ মামলার রায়, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন:কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে বৈষম্যের মধ্যেই বেরোতে চলেছে ডিএ মামলার রায়, জেনে নিন বিস্তারিত]

English summary
The National Testing Agency will convert its 2,697 test practice centres into teaching centres for entrance exams from next year. These centres will not charge any fees and so will be helpful for the students with financial problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X