For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে করোনার টিকা নিয়েছেন মোদী-অমিত শাহ-সনিয়া-প্রিয়ঙ্কা চোপড়া! তালিকা নিয়ে শোরগোল নীতীশের গড়ে

অনেক বিশিষ্ট ব্যক্তির মধ্যে নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), সনিয়া গান্ধী (Sonia Gandhi), প্রিয়ঙ্কা চোপরা (Priyanka Chopra)। এঁরা একসঙ্গে কোনও সরকারি কিংবা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতেই পারেন।

  • |
Google Oneindia Bengali News

অনেক বিশিষ্ট ব্যক্তির মধ্যে নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), সনিয়া গান্ধী (Sonia Gandhi), প্রিয়ঙ্কা চোপরা (Priyanka Chopra)। এঁরা একসঙ্গে কোনও সরকারি কিংবা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু সেই কথা এখানে করা হচ্ছে না। এই চারজনের সঙ্গে অন্য আরও কয়েকজনের নাম একই জায়গায় করেনার (coronavirus) ভ্যাকসিন (Vaccine) প্রাপক হিসেবে রয়েছে। ঘটনাটি বিহারের আরওয়াল জেলার। সরকারি নথিতে ভুয়ে তথ্যের এই ঘটনায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভ্যাকসিন প্রাপকদের তালিকায় যাঁরা রয়েছেন

ভ্যাকসিন প্রাপকদের তালিকায় যাঁরা রয়েছেন

তালিকা অনুযায়ী আরওয়াল জেলার কারপি কমিউনিটি হেলথ সেন্টারের করোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, অভিনেতা অক্ষয় কুমারের নাম। ইতিমধ্যেই ভিডিও-র মাধ্যমে এই তালিকা ভাইরাল হয়ে গিয়েছে। যার পরেই স্থানীয় প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

দুই কর্মী সাসপেন্ড

দুই কর্মী সাসপেন্ড

বিহারের আরওয়াল জেলার কারপি কমিউনিটি হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন পোর্টালে ভ্যাকসিন প্রাপকদের তালিকা আপলোড করা হয়। সেখানেই এইসব বিশিষ্ট ব্যক্তিদের নাম পাওয়া যায়। এরপরেই সেখানকার দুই কম্পিউটার অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে।

এফআইআর দায়েরের হুঁশিয়ারি

এফআইআর দায়েরের হুঁশিয়ারি

জেলাশাসক জে প্রিয়দর্শিনী বলেছেন তদন্তে দেখা হবে কীভাবে বিষয়টি হল এবং কার আদে তথ্য তালিকায় এইভাবে ভুয়ো নাম তোলা হল। বিষয়টি খুবই বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি। জেলাশাসক আরও বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে টেস্টিংয়ের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার ওপরে জোর দেওয়া হচ্ছে। সেই সব এমন ধরনের অনিয়ম হচ্ছে। শুধু কারপিতেই নয়, সবকটি স্বাস্থ্য কেন্দ্রেরপ তালিকাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য এফআইআর দায়েরও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক।
জেলাশাসক বলেছেন, সম্প্রতি নজরগারি চালানোর সময় এই বিষয়টি সামনে আসে। এরপরেই সেখানে কাজে নিযুক্ত দুই অপারেটরকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই স্বাস্থ্য কেন্দ্রে আর যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্তের ব্যাপারে ইঙ্গিত করেছেন তিনি।

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেছেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই কম্পিউটার অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে। তিনি নিজে জেলাশাসক এবং চিফ মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলেছেন। তাঁদেরকে নির্দেশ দিয়েছেন, অন্য হাসপাতালগুলির ভ্যাকসিন প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে, যাতে সেখানে কোনও ভুল না থাকে। যদি তা থেকে থাকে, তাহলে সেখানে যাঁরা কাজ করছেন, তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী পটনার একটি জায়গার কথাও উল্লেখ করেছেন। যেখানে বেশ কয়েকজন মানুষ তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গেলে জানতে পারেন, তা নেওয়া হয়ে গিয়েছে। তবে পরে অনুসন্ধানে দেখা গিয়েছে বিষয়টি টেকনিক্যাল। তবে মানুষের করা ভুলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

খামখেয়ালি প্রকৃতি! ২০২১-এর ডিসেম্বরে অতিবৃষ্টিতেও অটুট ৪০ বছর আগেকার রেকর্ডখামখেয়ালি প্রকৃতি! ২০২১-এর ডিসেম্বরে অতিবৃষ্টিতেও অটুট ৪০ বছর আগেকার রেকর্ড

English summary
Bihar Health Minister Mangal Pandey assures to take action as Fraud list of Covid vaccine show Modi, Amit Shah, Sonia Gandhi, Paiyanka Chopra vaccinaterd there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X