For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীবর মোদীকে বকেয়া মেটানোয় বাধ্য করতে পাল্টা চাল পিএনবি-র

ব্যাঙ্ক জালিয়াতির দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর উদ্দেশে এবার কড়া বার্তা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতির দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর উদ্দেশে এবার কড়া বার্তা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই জালিয়াতিতে পিএনবি-র যে পরিমাণ টাকার ক্ষতি হয়েছে তা মেটাবার ব্যবস্থা করুক নীরব মোদী, এই দাবি নিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে অভিযুক্ত নীরবকে। এর আগে নীরব মোদীর একটি চিঠির প্রেক্ষিতে এই জবাব দিয়েছে , পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

নীবর মোদীকে বকেয়া মেটানোয় বাধ্য করতে পাল্টা চাল পিএনবি-র

[আরও পডুন:মেহুল চোকসির 'গীতাঞ্জলি'-র বিরুদ্ধে কেন সরব বিপাশা , কঙ্গনা ! অভিযোগ কোন ঘটনা নিয়ে][আরও পডুন:মেহুল চোকসির 'গীতাঞ্জলি'-র বিরুদ্ধে কেন সরব বিপাশা , কঙ্গনা ! অভিযোগ কোন ঘটনা নিয়ে]

পিএনবি নীরবকে জানিয়েছে , লেটার অফ আন্ডারটেকিং আপনি ভুয়ো ভাবে অবৈধ পথে নিয়েছেন, কয়েকজন ব্যাঙ্ক কর্মীর সহায়তায়,'। এই কড়া বার্তার পর নীরব মোদীকে বলা হয়েছে, তাঁর কাছে যদি কোনওভাবে টাকা ফেরত সম্পর্কে পরিকল্পনা থাকে তাহলে তা তিনি যেন পিএনবিকে জানান। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নীরব মোদীর তরফে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে একটি চিঠি পাঠানো হয়।

এর আগে নিজের চিঠিতে নীরব মোদী পাঞ্জাব ন্য়াশনাল ব্য়াঙ্ককে জানিয়েছিলেন, যে ভাবে আপনারা প্রকাশ্যে আমার ও আমার ব্র্যান্ড সম্পর্কে মিডিয়ার কাছে জানিয়েছেন ,তাতে আমার ব্র্যান্ডের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। নীরব মোদী দাবি করেন, তাঁর ব্র্যান্ডের ভাবমূর্তির ক্ষতির জন্য তাঁর ব্যবসায়িক ক্ষতি হয়েছে। ফলে টাকা মেটানো সম্ভব নয়। উল্লেখ্য, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় নীরব মোদীর বিরুদ্ধে ১১, ৪০০ কোটি টাকার অভিযোগ রয়েছে।

[আরও পড়ুন:পিএনবি কাণ্ডে তল্লাশি ইডির, বাজেয়াপ্ত নীরব মোদীর ৯ টি বিলাসবহুল গাড়ি][আরও পড়ুন:পিএনবি কাণ্ডে তল্লাশি ইডির, বাজেয়াপ্ত নীরব মোদীর ৯ টি বিলাসবহুল গাড়ি]

English summary
Fraud-Hit PNB Replies To Nirav Modi, Says 'Come With Plan To Pay Dues'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X