
পড়েছেন জালিয়াতের খপ্পরে? সহজেই জানুন আপানার অজান্তে কোথায় ব্যবহার হচ্ছে আপনার আধার কার্ড
সরকারি হোক বা বেসরকারি, বর্তমান জীবনে প্রায় সমস্ত ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে উঠেছে আধার কার্ড। শেয়ার মার্কেট, মিউচ্যুয়াল ফান্ড হোক বা সাধারণ ব্যাঙ্কের লেনদেন সেখানেও চাই আধার। কিন্তু অনেকক্ষেত্রেই অভিযোঘ আসে অন্যের আধার নম্বর ব্যবহার করে ভুয়ো লেনদেন চালাচ্ছে প্রতারকরা। বা অনেকের সম্মতিতেই অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে এই পরিচয়পত্র। কিন্তু এবার ঘরে বসেই সহজে জেনে নিতে পারবেন অতীতে কোথায় কখ ব্যবহার করা হয়েছে আপনার আধার কার্ড।

কোনও সংস্থার কাছে বা কোনও ব্যক্তিগত কাজে আধার ব্যবহার হয়েছে কিনা তা এখন জেনে যাওয়া সম্ভব মাউসের এক ক্লিকেই। কেওয়াইসি হোক বা ভিন্ন কারণে ব্যবহার করা হলেও বিগত ৬ মাসের রেকর্ড একবারেই দেখা সম্ভব হবে। তবে আপনি ৬ মাসে ৫০-র অধিকবার আধার কার্ড ব্যবহার করে থাকলে তা জানা সম্ভব হবে না। একবারে ৫০ বার পর্যন্ত ব্যবহারের সীমাই আপনার কাছে তুলে ধরতে সক্ষম আধার কর্তৃপক্ষ।
তবে এই কাজের জন্য আপনাকে শুরুতেই ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ যেতে হবে। তারপরেই "Aadhaar Authentication History" বিকল্পটি বেছে নিন। তারপরেই আপনার ১২ সংখ্যার আধার নম্বরের সাথে সিকিউরিটি কোড দিন। তারপরেই "Generate OTP" বাটনে ক্লিক করুন। এর কিছু সময় পরেই আপনার মোবাইলে চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড।
এরপরেই প্রমাণীকরণের ধরণ, তারিখের সীমা, রেকর্ডের সংখ্যা এবং ওটিপি দিন নির্দিষ্ট জায়গায়। এরপর সাবমিট করে দিলেই দেখতে পাবেন আপনার প্রামন্য নথি। চলে আসবে সমস্ত আধার প্রমাণীকরণের লেনদেনের বিশদ বিবরণ। এই রাস্তায় হেঁটে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার আধার কার্ড আপনি বাদে অন্য কোনও সময় কোনও ভিন্ন ব্যক্তি ভিন্ন স্বার্থে ব্যবহার করেছে কিনা।