For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ-আকাশে বিমানে ঝাঁকুনি!উড়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফিরে এল এয়ার-ইন্ডিয়ার বিমান

২০,০০০ ফুট উপর থেকে ফিরে এল বিমান। এই ঘটনা ঘটনল বিমানটি টেক-অফ করার মিনিট পনেরোর মধ্যে। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। বুধবার দুপুরে রওনা হয়েছিল ফ্র্যাঙ্কফুর্টমুখী এয়ার-ইন্ডিয়ার বিমান।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

২০,০০০ ফুট উপর থেকে ফিরে এল বিমান। এই ঘটনা ঘটনল বিমানটি টেক-অফ করার মিনিট পনেরোর মধ্যে। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। বুধবার দুপুরে রওনা হয়েছিল ফ্র্যাঙ্কফুর্টমুখী এয়ার-ইন্ডিয়ার বিমান। ছিলেন ২২০ জন যাত্রী। মাঝ-আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি হয় এবং বিমানের মধ্যে এয়ার-প্রেসার কমতে থাকে। সমস্য়া বুঝতে পেরে জলদি বিমান নিয়ে দিল্লি বিমানবন্দরে ফিরে আসেন পাইলট।

পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ থেকে রক্ষা

বিমানের এই ঝাঁকুনিকে বিমান পরিবহণের ভাষায় 'ডিকম্প্রেশন' বলে। এতে বিমানের ভিতরের এয়ার প্রেসার কমে যায়। ফলে যাত্রীদের শ্বাসকষ্ট হয় এবং বিমানের ভিতরে বাতাসের চাপ-এর ভারসাম্য নষ্ট হয়। এর ফলে বিমান বড়সড় বিপদের মুখেও পড়তে পারে। এমনকী বিমান ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে।

এয়ার-ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, ' এআই১২১ দিল্লি থেকে ফ্র্যাঙ্কফুর্টমুখী উড়ানটি ২২০ জন যাত্রী নিয়ে আকাশে উঠেছিল। কিন্তু,ডিকম্প্রেশন-এর সমস্যা এবং যাত্রীদের সুরক্ষার কথা ভেবে বিমানটি দিল্লি-তে ফিরে আসে। কোনও যাত্রীর আতে আহত হননি।'

এয়ার ইন্ডিয়া সূত্রে আরও জানা গিয়েছে যে, এয়ারক্র্যাফট বদলে আজ সকালে বিমানটিকে ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে।

অত্য়ন্ত উচ্চতায় বাতাস হালকা হয়ে যায়। কারণ এখানে বায়ুর চাপ কমে যায় এবং অক্সিজেনের মাত্রাও কমতে থাকে। সেই কারণে বিমানের ভিতরে বায়ুর চাপের ভারসাম্য বজায় রাখতে হয়। নাহলে যে যাত্রীদের শ্বাসকষ্ঠ হবে এবং এইভাবে বিমান বেশিদূর যাত্রাও করতে পারে না। একটা সময় বায়ুর চাপের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া বিমানের ধ্বংসও পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

English summary
Air-India's Delhi-Frankfurt flight faces mid-air decompression, returns with in 15 minutes of the take off.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X