For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী চিনের বিপরীত অবস্থানে ফ্রান্স! জৈশ প্রধানকে আটকাতে বার্তা

প্রতিবেশী চিন জৈশ প্রধান মাসুদ আজহারের পাশে দাঁড়ালেও ফ্রান্স কিন্তু একেবারে বিপরীত ধর্মী সিদ্ধান্ত নিল।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবেশী চিন জৈশ প্রধান মাসুদ আজহারের পাশে দাঁড়ালেও ফ্রান্স কিন্তু একেবারে বিপরীত ধর্মী সিদ্ধান্ত নিল। দিন কয়েকের মধ্যেই ফ্রান্স রাষ্ট্র সংঘে প্রস্তাব আনবে, যাতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবত করা যায়।

প্রতিবেশী চিনের বিপরীত অবস্থানে ফ্রান্স! জৈশ প্রধানকে আটকাতে বার্তা

ফ্রান্সের তরফে এই ধরনের সিদ্ধান্ত এনিয়ে দ্বিতীয় বার। ২০১৭-তে মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা বলবত করতে আমেরিকার প্রস্তাবের পাশে দাঁড়িয়েছিল ব্রিটেন ও ফ্রান্স। যদিও সেই সময় ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল চিন। পুলওয়ামা হামলার পরেই আগের অবস্থানেই রয়েছেন চিন। রাষ্ট্র সংঘে অপর স্থায়ী দেশ রাশিয়া মাসুদ আজহার নিয়ে ভারতের অবস্থানকেই সমর্থন করেছে।

সূত্রের খবর অনুযায়ী, মাসুদ আজহারকে রাষ্ট্র সংঘের জঙ্গি তালিকায় আনতে দিন কয়েকের মধ্যে প্রস্তাব আনতে চলেছে ফ্রান্স। সেদের তরফে একথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোনে জানানো হয়।

ফিনান্সিয়াল অ্যাকশন টাক্স ফোর্সের বৈঠকে পাকিস্তানকে যাতে কালো তালিকা ভুক্ত করা যায়, সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তান এ মুহুর্তে ধূষর তালিকায় রয়েছে।

English summary
France to move proposal at United Nations to ban JeM chief Masood Azhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X