For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের চাপ বাড়িয়ে এল ফরাসী বিবৃতি, রাহুল যদিও অভিযোগে অনড়

রাফালে চুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ করল ফ্রান্স, রাহুল তার অবস্থানেই অনড়।

Google Oneindia Bengali News

রাফালে চুক্তি নিয়ে বিবৃতি এল ফরাসী সরকারের পক্ষ থেকে। কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে তারা জানাল ২০০৮ সালেই ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী কোন দেশই ক্লাসিফায়েড তথ্য প্রকাশ করতে পারবে না। কংগ্রেস সভাপতি অবশ্য তারপরেও নিজের অবস্থানে অনড় আছেন বলে জানিয়েছেন।

ফরাসী বিবৃতিতে চাপে কংগ্রেস, রাহুল যদিও অভিযোগে অনড়

এদিন অনাস্থা প্রস্তাবের ভাষণে রাহুল অভিযোগ করেন রাফালে বিমানের চুক্তি নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে কোন গোপনীয়তা রাখার চুক্তি হয়নি বলে জানিয়েছিলেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। কিন্তু ফরাসী সরকারের বিবৃতি অন্য কথাই বলছে।

বিবৃতিতে বলা হয়, 'আমরা ভারতীয় সংসদে রাহুল গান্ধীর দেওয়া ভাষণ আমরা শুনেছি'। ২০০৮ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি হয়। এর ফলে দুই দেশই ক্লাসিফায়েড তথ্য রক্ষা করতে আইনত বাধ্য।'

ক্লাসিফায়েড তথ্য বলতে কি ধরণের তথ্যের কথা বলা হয়েছে, তাও ফরাসী কর্তৃপক্ষ পরিষ্কার করে দিয়েছে। তাদের বিবৃতি মতো যেসব তথ্যে নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে এবং ভারত ও ফ্রান্সের সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা সংক্রান্ত তথ্য তা প্রকাশ করা যাবে না। তারা একথাও জানিয়েছে, এই বিধি নিষেধগুলিই ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে রাফালে বিমান চুক্তির ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে।

রাহুলের অভিযোগের জবাবে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণও একই কথা জানিয়েছিলেন। ২০০৮-এর ওই চুক্তি হয়েছিল ইউপিএ-১ সরকারের সময়ে। কাজেই ফরাসীদের এই বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকেই সমর্থন জানালো। তবে এরপরও নিজের বক্তব্য অটল রয়েছেন রাহুল।

সংসদ ভবন ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, 'ওরা অস্বীকার করতে চাইলে করুক। উনি (ফরাসী প্রেসিডেন্ট) আমার সামনে বলেছিলেন। আমি ছিলাম সেখানে। আনন্দ শর্মা ও ড. মনমোহন সিং-ও সেখানে ছিলেন।'

English summary
France government releases a statement on Rafale Deal, Rahul sticks on his stand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X