রেল লাইনে ফাঁটলেই লাইনচ্যূত সীমাঞ্চল এক্সপ্রেস, জানাল রেল, ক্ষতিপূরণ ঘোষণা
রেল লাইনে ফাঁটল। আর সেই কারণেই লাইনচ্যূত হয়েছে সীমাঞ্চল এক্সপ্রেস। রেলের প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনই কারণ পাওয়া গিয়েছে। রবিবার সকালেই এই প্রাথমিক তদন্তের খবর নিশ্চিত করেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার। তিনি জানিয়েছেন সিএমএস ক্রসিং-এ লাইনে ফাটল পাওয়া গিয়েছে। সেই কারণেই সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হয় বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ না হওয়া ১২টি কামরাকে হাজিপুরে পাঠানো হয়েছে। সেখানে আরও কিছু কামরা জুড়ে ট্রেনটিকে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা করে দেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অল্প আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এমনকী চিকিৎসার যাবতীয় খরচই রেল বহন করবে বলেও জানানো হয়েছে। পূর্ব-মধ্যবর্তী রেলের জেনারেল ম্যানেজার এলসি ত্রিবেদী জানিয়েছেন এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

রেলের সঙ্গে সঙ্গে বিহার সরকারও ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে নীতীশকুমারের সরকার। আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণও দেওয়া হবে। সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ-ও করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তিনি এই ঘটনায় সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন। প্রশাসনকে দুর্ঘটনাস্থলে প্রতিটি মানুষের জন্য় সব ধরনের সেবা প্রদান করার কথাও বলে দিয়েছেন। সকাল পৌনে সাতটা নাগাদ সাহাদাই বুজার্গ-এর দুর্ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে যায়। এরপর উদ্ধার কাজে আরও গতি আসে। এর আগে সাধারণ মানুষ হাতে হাত লাগিয়ে কামরায় আটকে থাকা যাত্রীদের বের করে আনছিলেন। সাহাদাই বুজার্গ রুটে যাতায়াত করা সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ছাপরামুখী সমস্ত ট্রেনকে মুজাফ্ফরপুর-ছাপরা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।