For Quick Alerts
For Daily Alerts
জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে মিটল চতুর্থ দফার ভোটগ্রহণ

জম্মু-কাশ্মীরে এদিন ১৮টি আসনে ভোট নেওয়া হল। রবিবার সকাল থেকেই ঠান্ডা উপেক্ষা করে বুথের সামনে লাইন দেন ভোটাররা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পিডিপি প্রধান মুফতি মহম্মদ সঈদের ভাগ্য নির্ধারণ হল আজ। অন্যদিকে, ঝাড়খণ্ডে ১৫টি আসনে ভোট নেওয়া হয়েছে। ৪৩ লক্ষ ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আজকের ভোটে ভাগ্য নির্ধারিত হয় ২১৭ জন প্রার্থীর। গিরিডি থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি।
দুই রাজ্যেই শেষ দফার ভোট বাকি। ফলাফল ঘোষিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
People line up to cast their votes for assembly polls in Shopian (J&K): pic.twitter.com/VmGWBaTeuh
— ANI (@ANI_news) December 14, 2014