For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিপস খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি মুম্বইয়ের শিশুর, যা চোখে জল এনে দেবে

চিপস খেতে গিয়ে মৃত্যু হল মুম্বইয়ের কান্দিভলির বছর চারেকের এক শিশুর। চিপস খেতে গিয়ে প্যাকেটের মধ্যে থাকা ছোট খেলনাটি শিশুটির গলায় আটকে যায়

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

চিপস খেতে গিয়ে মৃত্যু হল মুম্বইয়ের কান্দিভলির বছর চারেকের এক শিশুর। চিপস খেতে গিয়ে প্যাকেটের মধ্যে থাকা ছোট খেলনা শিশুটির গলায় আটকে যায়। রাস্তায় দুর্গা পুজোর শোভাযাত্রা চলতে থাকায় ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারেননি শিশুটির বাবা-মা।

ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, পীযূষ খুশওয়াহা নামের ওই শিশুটির শ্বাসনালীতে আটকে যায় খেলনাটি। ফলে দম আটকে মারা যায় শিশুটি। খেলনাটি শিশুটির শ্বাসনালীতে আটকে থাকা অবস্থায় পেয়েছেন তাঁরা।

চিপস খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি মুম্বইয়ের শিশুর, যা চোখে জল এনে দেবে

শনিবার দুর্গাপুজোর প্যান্ডেল এবং স্থানীয় মেলায় শিশু পীযূষকে নিয়ে খুব আনন্দ হয়েছিল বলে জানিয়েছেন পীযূষের বাবা বিরজু। সেখান থেকে ফেরার পরেই পীযূষ চিপস খেতে চায় বলে জানিয়েছেন তিনি।

দশ মিনিট বিনা চিকিৎসাতেই পীযূষ পড়ে ছিল বলে জানিয়েছেন তার বাবা। গলায় খেলনা আটকে যাওয়ায় কোনও কথাই বলতে পারেনি সে। পাঁচ মিনিট ধরে চেষ্টা চালিয়েও খেলনাটি গলা থেকে বের করা যায়নি। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর পীযূষকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার বাবা।

কান্দিভলির কুরারে দুর্গার শোভাযাত্রা চলতে থাকায় পীযূষকে হাসপাতালে নিয়ে যেতে কোনও অটোরিক্সা পাওয়া যায়নি। বাড়ি থেকে স্থানীয় নার্সিংহোমের দূরত্ব ছিল ৩ কিমি। ছেলেকে কোলে তুলেই হাসপাতালে নিয়ে যান বিরজু। চিকিৎসকরা সেখান থেকে অন্য হাসপাতালে রেফার করেন। সেই সময়ে পীযূষের কোনও শ্বাস পাওয়া যায়নি। নতুন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কিছুই করা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে পেডিয়াট্রিক অ্যাসিসটেন্সের দরকার ছিল।

English summary
Four-year-old Mumbai boy chokes to death on toy he got free with packet of chips. Boy's parents claim they took a while to reach the nearest nursing home, as the roads in their were blocked owing to Durga procession.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X