For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন ঘণ্টায় চারবার ভূমিকম্প রাজধানীতে, আতঙ্ক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

delhi map
নয়াদিল্লি, ১২ নভেম্বর : সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার কাকভোর পর্যন্ত তিন ঘণ্টায় চারবার ভূকম্পনে আলোড়িত হল দেশের রাজধানী। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি ঠিকই, কিন্তু আতঙ্ক ছড়িয়েছে পুরোদস্তুর।

তীব্রতা একটু বেশি হলে বড়সড় বিপর্যয় ঘটতেই পারত।

আবহাওয়া দফতর সূত্রের খবর, প্রথম ভূকম্পন অনুভূত হয় রাত ১২-৪১ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.১। দক্ষিণ দিল্লির কাছে এই কম্পনের উপকেন্দ্র ছিল। পরবর্তী আলোড়ন অনুভূত হয় ঠিক এর এক ঘণ্টা পর । ১-৪১ মিনিটে। তীব্রতা ছিল আগের কম্পনের মতোই। এরপর যথাক্রমে ১-৫৫ এবং ৩-৪০ মিনিটে আরও দু'বার মাটি নড়ে ওঠে। রিখটার স্কেলে এই দুই কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ২.৫ এবং ২.৮ । তবে কোনও কম্পনই তিন-চার সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। নয়ডা-গাজিয়াবাদ এবং গুরগাঁও ছিল পরবর্তী কম্পনগুলির উপকেন্দ্র। লক্ষণীয়, কম্পনগুলির উৎপত্তিস্থল বা প্রভাব এমন জায়গায় ছিল, যা দেশের অন্যতম জনবহুল অঞ্চল। ফলে, তীব্রতা একটু বেশি হলে বড়সড় বিপর্যয় ঘটতেই পারত। বিশেষজ্ঞদের ধারণা, হিমালয় নবীন শ্রেণির ভঙ্গিল পর্বতমালা হওয়ায় সেখানে এখনও গঠনকাজ চলছে। আর তার জেরেই গোটা উত্তর ভারত তথা উত্তর পূর্বাঞ্চলের শিয়রে শমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঘুমের মধ্যে হঠাৎই তাঁরা অনুভব করেন, ঘরের আসবাব কাঁপছে। কাচের জানালায় আওয়ায় হচ্ছে ঝনঝন করে। ভয়ে বাড়ির বাইরে সবাই বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর আবার ঘরে ঢুকে শোওয়ার তোড়জোড় করতে না করতেই ফের আলোড়ন। তারপর অনেকে বাকি রাতটা বিনিদ্র কাটিয়েছেন রাস্তার ধারেই। শেষে ভোররাতে আরও দু'বার মাটি নড়ে ওঠায় আতঙ্ক তীব্রতর হয়। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাটে একটাই আলোচনা শোনা গিয়েছে -- ভূমিকম্প ! টিভি চ্যানেলগুলিও ফলাও করে প্রচার করেছে ভূমিকম্পের খবর।

English summary
four tremors rock capital in three hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X