করোনা সংক্রমণেও জারি এনকাউন্টার! জম্মু ও কাশ্মীরে ৪ জঙ্গির মৃত্যু
করোনা আবহেও জারি এনকাউন্টার। এদিন সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের পিনজোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির। এমনটাই জানিয়েছে, সেখানকার প্রশাসন। এই সংঘর্ষে ৩ সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
৮০ দিনে দেশব্যাপী প্রথমবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম! একনজরে রাজ্যের মূল্য

এলাকা ঘিরে তল্লাশি নিরাপত্তাবাহিনীর
নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই দলে সেনা, সিআরপিএফ ছাড়াও ছিল জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্যরা। এলাকায় নিরাপত্তা বাহিনীর অবস্থান অনুমান করতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।

রবিবার ৫ জঙ্গির মৃত্যু
পিনজোরা এলাকাটি রেবান গ্রাম থেকে ১২ কিমি দূরে। যেখানে রবিবার এনকাউন্টারে ৫ জঙ্গির মৃত্যু হয়েছিল। সংঘর্ষে দুটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়।

বন্ধ মোবাইল, ইন্টারনেট পরিষেবা
এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।