For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতিবারের পর শুক্রবারেও চলছে 'প্রতিবাদ'! বারামূলায় এনকাউন্টারে ৪ জঙ্গির মৃত্যু

উৎসবের মরশুমেও লড়াই জারি ভূস্বর্গে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বারামূলেরা বনিয়ার ফরেস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমেও লড়াই জারি ভূস্বর্গে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বারামূলেরা বনিয়ার ফরেস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির। বুধবারেই শ্রীনগরের ফতেকাদাল এলাকায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৩ জঙ্গি ও ১ পুলিশকর্মীর।

 বৃহস্পতিবারের পর শুক্রবারেও চলছে প্রতিবাদ! বারামূলায় এনকাউন্টারে ৪ জঙ্গির মৃত্যু

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনার ৫ গ্রেনেডিয়ার্স তল্লাশি অভিযানে বেরিয়েছিল। সেই সময়ই বনিয়ার ফরেস্টের টোনা পোস্ট এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায়। এলাকা ঘিরে ফেলার পরেই সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গভীর রাত পর্যন্ত চলে গুলি যুদ্ধ। এলাকায় পরবর্তী সময়ে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরে প্রকাশিত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চার অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কোনও কোনও মহলে অবশ্য মৃত জঙ্গির সংখ্যা ৩ বলেও উল্লেখ করা হচ্ছে।

এলাকা থেকে চারটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। ৪ টি হেফারস্যাকও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার কাশ্মীর উপত্যকায় বনধ পালিত হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জঙ্গি মেহরাজউদ্দিন বাংরু, ফাহাদ মুস্তাক ওয়াজা এবং এক সাধারণ যুবক রাইজ আহমেদের মৃত্যু হয় বলে অভিযোগ।

সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াজ উমর ফারুক এবং ইয়াসিন মালিক এই বনধের ডাক দিয়েছিলেন। শুক্রবারও এই বনধ বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

English summary
Four terrorist killed in encounter in Baramulla, operation underway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X