For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের মুখে বড় মাওবাদী হামলা বিজেপি শাসিত রাজ্যে! মৃত্যু এরাজ্যের নিরাপত্তা কর্মীর

ছত্তিসগড়ের বিজাপুরে বড় মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে উড়ে গেল সিআরপিএফ-এর টহলদারি বিস্ফোরক নিরোধক গাড়ি। বিস্ফোরণে চার জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চার জওয়ান হাসপাতালে ভর্তি।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিসগড়ের বিজাপুরে বড় মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে উড়ে গেল সিআরপিএফ-এর টহলদারি বিস্ফোরক নিরোধক গাড়ি। বিস্ফোরণে চার জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চার জওয়ান হাসপাতালে ভর্তি। মৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।

নির্বাচনের মুখে বড় মাওবাদী হামলা বিজেপি শাসিত রাজ্যে! মৃত্যু এরাজ্যের নিরাপত্তা কর্মীর

শনিবার বিকেলে বিস্ফোরণটি হয় বিজাপুরের অওয়াপালি থানার মুর্দন্ড ক্যাম্পের কাছে। সেই সময় এলাকায় টহল দিচ্ছিলেন সিআরপিএফ-এর ১৬৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এমনটাই জানিয়েছেন, বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ।

ক্যাম্প থেকে প্রায় এক কিমি দূরে যখন ছয় জওয়ানকে নিয়ে টহল দিচ্ছিল গাড়িটি, সেই সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

বিজাপুরের পুলিশ সুপার জানিয়েছেন, বিস্ফোরণে চার জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় যায় আধা সামরিক বাহিনীর একটি বড় দল। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি, আহতদের হাসপাতালে পাটানোর বন্দোবস্ত করা হয়।

এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং, সুকমা জেলায় ১২ নভেম্বরের ভোটের জন্য বিজেপির তরফে প্রচার শুরু করেছেন।

রাজ্যে প্রথম দফার নির্বাচনে ১২ নভেম্বর মাওবাদী অধ্যুষিত ১৮ টি কেন্দ্রে নির্বাচন হবে। যেসব জেলাগুলি মাওবাদী অধ্যুষিত সেগুলি হল, বস্তার, কাঙ্কের, সুকমমা, বিজাপুর, দান্তেওয়ারা, নারায়ণপুর, কোন্দাগাঁও, রাজনন্দগাঁও।

মাওবাদীদের তরফে এলাকায় নির্বাচন বয়কট করার জন্য পোস্টারও দেওয়া হয়েছে।

ছত্তিশগড়ে বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচন ২০ নভেম্বর। রাজ্যে ভোটগণনা করা হবে ১১ ডিসেম্বর।

English summary
Four Paramilitary Men Killed In Maoist Attack Ahead Of Chhattisgarh Polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X