For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেন চার বিধায়ক! বিধানসভা ভোটের আগে বড় ভাঙন ধরল বিরোধী শিবিরে

বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চার বিধায়ক।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চারজন বিধায়ক। দলত্যাগী বিধায়কদের মধ্যে দু-জন কংগ্রেস বিধায়ক, একজন জেএমএম বিধায়ক ও একজন নির্দল বিধায়ক রয়েছেন। ভোটের মুখে এই দলবদলে বিরাট সুবিধা পাবে গেরুয়া শিবির।

চার বিধায়কের যোগদান

চার বিধায়কের যোগদান

একইভাবে নির্বাচনের ঠিক আগে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের চারজন বিধায়ক ক্ষমতাসীন বিজেপি-তে যোগ দেওয়ায় ধাক্কা লাগাটাই স্বাভাবিক। এই ধাক্কা কাটিয়ে ফের বিজেপির মোকাবিলায় তৈরি হচ্ছে বিরোধীরা। ফের ঘুঁটি সাজাচ্ছে বিজেপিতে মাত দিয়ে রাজ্যে পরিবর্তন আনার জন্য।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যোগদান

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যোগদান

এদিন কংগ্রেসের সুখদেও ভগত এবং মনোজ যাদব, জেএমএমের কুণাল সরঙ্গি এবং নির্দল বিধায়ক ভানুপ্রতাপ শাহি দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাশের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। এই যোগদান মঞ্চে বিজেপি নেতা নন্দ কিশোর যাদব এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়ন্ত সিনহাও উপস্থিত ছিলেন।

আরও শক্তিবৃদ্ধি বিজেপির

আরও শক্তিবৃদ্ধি বিজেপির

সূত্রের খবর, এদিন জেএমএমের আর এক বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেলের গেরুয়া পার্টিতে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সরে আসেন শেষমুহূর্তে। ঝাড়খণ্ডের পুলিশের প্রাক্তন ডিজি ডি কে পাণ্ডেও এদিন বিজেপিতে যোগ দেন। মোট কথা ভোটের আগে অনেকটাই শক্তি বাড়াতে সমর্থ হল বিজেপি।

ফের পাহাড়ে হামলার মুখে বিজেপি সাংসদ, উঠল পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগফের পাহাড়ে হামলার মুখে বিজেপি সাংসদ, উঠল পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ

সরকারি চাকরি মিলবে না দু'টি বেশি সন্তান থাকলে! বিজেপি শাসিত এই রাজ্যে নয়া নিয়মসরকারি চাকরি মিলবে না দু'টি বেশি সন্তান থাকলে! বিজেপি শাসিত এই রাজ্যে নয়া নিয়ম

English summary
Four opponent MLAs join in BJP before Assembly Election in Jharkhand. CM of Jharkhand raises flag to them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X