For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলার স্মৃতি উস্কে পাঠানকোটে ফের গাড়ি ছিনতাই! এলাকা ঘিরে তল্লাশি

অস্ত্র দেখিয়ে চালকের কাছ থেকে ইনোভা গাড়ি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনাটি পঞ্জাবের পাঠানকোটের মাধোপুর এলাকার। চারজন এই দলে ছিল বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অস্ত্র দেখিয়ে চালকের কাছ থেকে ইনোভা গাড়ি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনাটি পঞ্জাবের পাঠানকোটের মাধোপুর এলাকার। চারজন এই দলে ছিল বলে জানা গিয়েছে।

জঙ্গি হামলার স্মৃতি উস্কে পাঠানকোটে ফের গাড়ি ছিনতাই! এলাকা ঘিরে তল্লাশি

চালক পুলিশকে জানিয়েছেন, জম্মু রেল স্টেশন থেকে মাধোপুরা স্টেশন যাওয়ার নাম করে গাড়ি ভাড়া করেছিল চারজন। কিন্তু পঞ্জাবে ঢোকার পরেই অস্ত্র দেখিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চালক জানিয়েছেন, ছিনতাইকারীরা পঞ্জাবিতে কথা বলছিল। দলের এক সদস্যের শরীর খারাপের কথা বলে গাড়ি দাঁড় করাতে বলা হয়েছিল।

অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও কিছুর সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এটা কোনও ভাবেই জঙ্গি হামলার ঘটনা নয় বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। পাঠানকোটের এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন, ঘটনাটিকে ছিনতাই বলে মনে হচ্ছে।

পাঠানকোট এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

২০১৬-তে পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেক্ষেত্রে একইভাবে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পঞ্জাব পুলিশের অফিসারের গাড়ি ছিনতাই করে জঙ্গিরা এয়ারবেসে ঢুকেছিল।

পঞ্জাব বর্ডার রেঞ্জ ইনস্পেক্টর জেনারেল এসপিএস পারমার জানিয়েছেন, ঘটনার একটা ছবি তারা পেয়েছেন। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

English summary
Four men hijack taxi in Pathankot, police say unlikely to be terror act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X