For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ হল অটল বিহারী বাজপেয়ীর নামে

হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে।

  • |
Google Oneindia Bengali News

হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে। গত ১৬ অগাস্ট ৯৩ বছর বয়সে বাজপেয়ী দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হন। তারপরই অটল বিহারীর নামেই 'মিশন অটল' নামে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন পর্যদ ও নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিয়ারিংয়ের যৌথ উদ্যোগে একটি দল গঠন করে এই অভিযান চালানো হয়।

অভিযানের সূচনা

অভিযানের সূচনা

গত ৪ অক্টোবর এই অভিযানের সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। শনিবার পর্বতারোহনের পর পর্বতারোহীরা তেরঙা পতাকা উত্তোলন করেন।

চারটি শৃঙ্গের নামকরণ

চারটি শৃঙ্গের নামকরণ

মোট চারটি পর্বতশৃঙ্গে আরোহন করা হয়। সেগুলি যথাক্রমে ৬৫৫৭ মিটার, ৬৫৬৬ মিটার, ৬১৬০ মিটার ও ৬১০০ মিটার উচ্চ। সেগুলির নাম অটল - ১, অটল - ২, অটল - ৩ ও অটল - ৪ দেওয়া হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের কাছাকাছি অবস্থিত বলে জানা গিয়েছে।

অটলের পর্বত প্রেম

অটলের পর্বত প্রেম

অটল বিহারী বাজপেয়ী নিজে প্রকৃতি ও পর্বত ভালোবাসতেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই পর্বতাভিযান সেপ্টেম্বরে পরিকল্পনা করা হয়। সেই প্রস্তাব পাঠানো হয় উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন বোর্ডে। তারপর তা মঞ্জুর হলে পর্বতারোহন করা হয়েছে।

নথিভুক্ত হয়েছে নাম

নথিভুক্ত হয়েছে নাম

মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরে ১৫ দিনের পর্বতারোহন শুরু হয়। অটল বিহারীর নামে যে পর্বতগুলির নামকরণ করা হয়েছে সেগুলি সার্ভে অব ইন্ডিয়ায় নথিভুক্তও করা হয়ে গিয়েছে।

English summary
Four Himalayan peaks named after late former PM Atal Bihari Vajpayee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X