For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষশেষে ২ ঘন্টায় ৪ বার কাঁপল জম্মু ও কাশ্মীর, কাঁপল আন্দামানও

দুই ঘন্টার মধ্যে চার চারবার ভূমিকম্প অনুভূত জম্মু ও কাশ্মীরে। তবে সবকটি ভূমিকম্পই ছিল মাঝারি তীব্রতার।

  • |
Google Oneindia Bengali News

দুই ঘন্টার মধ্যে চার চারবার ভূমিকম্প অনুভূত জম্মু ও কাশ্মীরে। তবে সবকটি ভূমিকম্পই ছিল মাঝারি তীব্রতার। রিখটার স্কেলে ভূমিকম্পগুলির তীব্রতা ছিল ৪.৭ থেকে ৫.৫-এর মধ্যে। জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীর। প্রকাশিত খবর অনুযায়ী তৃতীয় ও চতুর্থ কম্পন হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিমি গভীরে।

২ ঘন্টায় ৪ ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে

প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ১০.৪২ নাগাদ। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। এরপরেরটির তীব্রতা ছিল ৫.৫। তৃতীয় ভূমিকম্পটি হয় রাত ১০.৫৮তে। তীব্রতা ছিল ৪.৬। চতুর্থ ভূমিকম্পটি হয় রাত ১১.২০তে। যার তীব্রতা ছিল ৫.৪।

ক্ষয়ক্ষতির খবর নেই

ক্ষয়ক্ষতির খবর নেই

তবে এই চার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প আন্দামানেও

ভূমিকম্প আন্দামানেও

এদিকে সোমবার রাত ১০.২৯ নাগাদ কেঁপে ওঠে আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫।

১০ দিন আগে উত্তরভারতে ভূমিকম্প

১০ দিন আগে উত্তরভারতে ভূমিকম্প

এর আগে ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে কেঁপে উঠেছিল প্রায় সমগ্র উত্তরভারত। সেই ভূমিকম্পের তীব্রতা আফগানিস্তানে ছিল ৬.৮। মাটির ২২৫ কিমি নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। কাশ্মীর, দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানের বিভিন্ন জায়গায়ও।

English summary
Four Earthquake hits Jammu and Kashmir within two hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X