For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের বিভিন্ন অংশে শুরু ভারী বৃষ্টি, জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

রাজ্যের বিভিন্ন অংশে শুরু ভারী বৃষ্টি, জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

  • |
Google Oneindia Bengali News

কেরলের মাধ্যমেই দেশে বর্ষার প্রবেশ। সোমবার কেরলে বর্ষা প্রবেশ করেছে। আর তার পরের দিনই কেরলের চার জেলায় সামনের কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোঝিকোড, মালাপ্পুরম, কুন্নুর, কাসারগডে।

জেলায় জেলায় সতর্কতা

জেলায় জেলায় সতর্কতা

আবহাওয়া দফতরের তরফ থেকে কোঝিকোডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আরও সাত জেলা, মালাপ্পুরম, কুন্নুর, কাসারগড, কোল্লাম, এর্নাকুলাম, ইদুক্কি এবং ত্রিসুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি নিষেধাজ্ঞা জারি

মৎস্যজীবীদের প্রতি নিষেধাজ্ঞা জারি

একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে নৈসর্গের প্রভাব, মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিসর্গের অবস্থান

নিসর্গের অবস্থান

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী, নিসর্গের অবস্থান মুম্বই থেকে ৪৯০ কিমি, গোয়া থেকে ২৮০ কিমি, গুজরাতের সুরাত থেকে ৭১০ কিমি। আগামী ১২ ঘন্টায় তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেও জানানো হয়েছে।

দেশে স্বাভাবিক বৃষ্টিপাত

দেশে স্বাভাবিক বৃষ্টিপাত

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ভাল বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রায় রসাতলে ভারতীয় অর্থনীতি! মুডিজের নয়া সমীক্ষায় চিন্তা বাড়ল মোদী সরকারেরপ্রায় রসাতলে ভারতীয় অর্থনীতি! মুডিজের নয়া সমীক্ষায় চিন্তা বাড়ল মোদী সরকারের

English summary
Four district of Kerala are on high alert for heavy rain due to South West Monsoon and Cyclone Nisarga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X