দিল্লির করোল বাগের বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৪
দূষণ হোক বা অন্য কিছু, খবরেই রয়েছে রাজধানী দিল্লি। এদিন বেলা ১২টা ২৩ মিনিট নাগাদ করোল বাগ এলাকায় একটি কারখানায় আগুন লাগে। জনবসতি পূর্ণ এলাকায় এই আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে অনেকগুলি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এতগুলি প্রাণ বাঁচানো যায়নি। আগুন লাগার কারণ এখনও অজানা। আগুন লেগে একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
#SpotVisuals: Four dead and one injured after fire broke out in a factory in Delhi's Karol Bagh. pic.twitter.com/1UvtKj387C
— ANI (@ANI) November 19, 2018
স্থানীয় গফফর মার্কেটে আগুন লাগে। ভিতরে কাপড়ের গুদাম ছিল। মৃত সকলেই কারখানার শ্রমিক ছিলেন বলে খবর। মৃতদের নাম বগন প্রসাদ (৫৫), নরেশ (৪০), আরতি (২০) ও আশা (৪০)। আহত যুবকের নাম অজিত (২৫)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে।