For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বিক্ষোভের মুখে নতিস্বীকার, ৪ কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন স্পিকার

প্রবল বিক্ষোভের মুখে নতিস্বীকার, ৪ কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন স্পিকার

Google Oneindia Bengali News

লাগাতার বিক্ষোভ আন্দোলনের জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল লোকসভার অধিবেশনের সব কাজ। শেষ পর্যন্ত বিরোধীদের বিক্ষোভের মুখে নতিস্বীকার করতে হল। চার কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হল। তারপরে সচল হয় লোকসভার অধিবেশন। গত কয়েক দিনে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে বাদলে অধিবেশন কার্যত পণ্ড হতে বসেছে। বিরোধীরা তুমুল বিক্ষোভ শুরু করছেন।

সাসপেনশন প্রত্যাহার

সাসপেনশন প্রত্যাহার

লোকসভার চার কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হল। লোকসভা সেই প্রস্তাব পাস হয়ে গিয়েছে। তারপরেই শুরু হয় লোসভার আলোচনা পর্ব। গতকয়েকদিন ধরে এই সাসপেনশন প্রত্যাহার নিেয় উত্তাল হয়ে উঠেছিল সংসদের নিম্ম কক্ষ। কংগ্রেস সাংসদ সহ বিরোধীরা এক প্রকার কোনও রকম আলোচনাতেই যেতে রাজি হচ্ছিলেন। লাগাতার তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। যত দ্রুত সম্ভব সাসপেনশন প্রত্যাহার করা যায় তার দাবি তুলেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত প্রত্যাহার করা হল চার সাংসদের সাসপেনশন। এক কথায় বিরোধীদের চাপের মুখে নতিস্বীকার করতে হল সরকার পক্ষকে।

১৯ জন সাংসদ সাসপেন্ড

১৯ জন সাংসদ সাসপেন্ড

বাদল অধিবেশন শুরুর দিন থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। বিশেষ করে উচ্চকক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। জিএসটি বাড়ানো সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখান বিরোধীরা। তারপরেই রাজ্য সভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু একসঙ্গে ১৯ জন সাংসদকে সাসপেন্ড করে দেন। তার মধ্যে টিএমসির সাত সাংসদ রয়েছেন। এছাড়াও রয়েছেন ডিএমকে, সিপিএম, টিআরস এবং কংগ্রেসের সাংসদরাও। গত ২টি অধিবেশনেও একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভায়।

মুদ্রাস্ফিতী নিয়ে সরব

মুদ্রাস্ফিতী নিয়ে সরব

সকাল থেকেই লোকসভায় মুদ্রাস্ফীতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলের বিধায়করা। কংগ্রেসের পক্ষ থেকে মণিশ তিওয়ারি সংসদে অভিযোগ করেছেন, মূল্যবৃদ্ধি চরম আকার নিয়েছে দেশে। গত ৩০ বছরের রেকর্ড মূদ্রাস্ফীতি দেখা গিয়েছে দেশে। ২ ডিিজটের নীচে নামছেই না মুদ্রাস্ফীতি। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। র জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়ছেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর জিএসটি চাপানো হচ্ছে। চাল, মুড়ি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে দাম বাড়ছে জিএসটি বাড়ার কারণে।

সাসপেন নিয়ে বিক্ষোভ

সাসপেন নিয়ে বিক্ষোভ

লোকসভায় সাসপেনশন প্রত্যাহার করা হলেও রাজ্য সভার সাংসদদের সাসপেনশন এখনও প্রত্যাহার করা হয়নি। এদিকে এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন তাঁরা। বিক্ষোভের জেরে রাজ্য সভার অধিবেশন সকাল ১১টাতেই মুলতুবি করে দেওয়া হয়েছে। প্রতিদিনই এই িনয়ে বিক্ষোভ চলছে সংসদে। বিরোধী দলের সাংসদরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন।

২০২৪-এ বিজেপির লড়াইয়ের মুখ কে? ঘোষণা বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে ২০২৪-এ বিজেপির লড়াইয়ের মুখ কে? ঘোষণা বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে

English summary
Four Congress MPs Suspension withdrawn by Loksabha speaker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X