For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় ফ্যাব ইন্ডিয়ার দোকানে গোপন ক্যামেরা : চারজনকে গ্রেফতার করল পুলিশ

  • |
Google Oneindia Bengali News

গোয়া, ৪ মার্চ : গোয়ায় ফ্যাব ইন্ডিয়ার শোরুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা পাওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ফ্যাব ইন্ডিয়ার উচ্চ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

গতকাল গোয়ায় ফ্যাব ইন্ডিয়ার একটি দোকানে কেনাকাটা করতে যান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানেই ট্রায়াল রুমে সেই গোপন ক্যামেরা নজরে আসে তাঁর। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ স্মৃতি বিষয়টি জানান তাঁর স্বামী জুবিন ইরানিকে। ডেকে পাঠান ওই এলাকার বিজেপি বিধায়ক মাইকেল লোবোকে। পুলিসকে সঙ্গে নিয়েই স্টোরে হাজির হন লোবো।

গোয়ায় ফ্যাব ইন্ডিয়ার দোকানে গোপন ক্যামেরা : চারজনকে গ্রেফতার করল পুলিশ


গোয়ার বিজেপি বিধায়ক সাংবাদিকদের জানান, ট্রায়াল রুমের দিকে ক্যামেরার লেন্সটি এমনভাবে তাক করা ছিল যে সহজে তা চোখে পড়ার কথা না। রেকর্ডিং দেখার পরই ভিডিওতে সবকিছু ধরা পড়েছে বলেও জানান তিনি। ফুটেজে ধরা পড়েছে পোশাক বদলানোর রুমে স্মৃতি ইরানির ছবিও। ট্রায়াল রুমে পোশাক পরিবর্তনের সময় অনেকের ভিডিও রেকর্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে।

ক্যামেরার ছবি রেকর্ড করা হত স্টোরের ম্যানেজারের ঘরের একটি কম্পিউটারে। এই ক্যামেরার ফুটেজ গত চারমাস ধরে আউটলেটটির ম্যানেজারের অফিসের কম্পিউটারে জমা হচ্ছে বলে জানান ওই স্টোরেরই এক কর্মচারী। এরপরই ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতেই এই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি কে এই ক্যামেরা বসিয়েছে, তা জানতেও তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

English summary
Four arrested after Smriti Irani spots CCTV camera in Fabindia's trial room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X