For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেনে আক্রান্ত ব্যক্তির খোঁজ, আতঙ্ক ছড়াচ্ছে গোটা কর্নাটকে

প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেনে আক্রান্ত ব্যক্তির খোঁজ, আতঙ্ক ছড়াচ্ছে গোটা কর্নাটকে

  • |
Google Oneindia Bengali News

বাংলার পর এবার দুবাই ফেরত এক ব্যক্তির করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়াল কর্নাটকে। ওই ব্যক্তির শরীরে দক্ষিণ আফ্রিকার নয়া করোনা স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। যা রাজ্যের প্রখম প্রথম নজির বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, কর্মসূত্রে দীর্ঘদিন থেকেই দুবাই থাকেন ৫৩ বছরের ওই ব্যক্তি। সম্প্রতি দুবাই থেকেই শিবমোগগায় ফেরেন তিনি। কিন্তু তার আগেই তাঁর শরীরে মারণ করোনা থাবা বসিয়েছিল বলে মনে করা হচ্ছে।

প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার করোনা স্ট্রেনে আক্রান্ত ব্যক্তির খোঁজ, আতঙ্ক ছড়াচ্ছে গোটা কর্নাটকে

সংক্রমণের খবর মেলা মাত্রই চিকিত্সার জন্য বর্তমানে তাকে কর্নাটকের ম্যাকগান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার ফের তাঁর একদফা করোনা পরীক্ষা কর হয় বলে জানা য়াচ্ছে। অবশেষে এদিন তাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে জানাচ্ছেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজেশ সুরগিহল্লি। যদিও প্রায় ১৮ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হলেও কেন সেই রিপোর্ট এল না সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে প্রাথমিক ভাবে তাঁর করোনা করোনার কোনোরকম উপসরগ ধরা পড়েন বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের খবর ছড়িয়ে পড়তেই ফের আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়েই। ইতিমধ্যেই যাঁদের সংস্পর্শে ওই ব্যক্তি এসেছেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দেশের একাধিক রাজ্যে ফের নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাবে মতো রাজ্যে। বাদ নেই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরও।

নন্দীগ্রামের ঘটনায় মমতার ছক ধরে ফেলল বিজেপি! নির্বাচন কমিশনে অভিযোগ গেরুয়া শিবিরেরনন্দীগ্রামের ঘটনায় মমতার ছক ধরে ফেলল বিজেপি! নির্বাচন কমিশনে অভিযোগ গেরুয়া শিবিরের

English summary
first person to be diagnosed with corona strain of South Africa was found in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X