For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে জোর এই বিষয়েও, বলছে অর্থনৈতিক সমীক্ষা

আসন্ন বাজেট জনপ্রিয় নয়, হতে চলেছে বিনিয়োগ মুখী। সরকারের বাড়তি নজর পড়তে চলেছে বেশি সংখ্যায় শ্রমিক কাজ করা টেক্সটাইলস, অ্যাপারেলস, লেদার এবং জেমস অ্যান্ড জুয়েলারিতে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন বাজেট জনপ্রিয় নয়, হতে চলেছে বিনিয়োগ মুখী। সরকারের বাড়তি নজর পড়তে চলেছে বেশি সংখ্যায় শ্রমিক কাজ করা টেক্সটাইলস, অ্যাপারেলস, লেদার এবং জেমস অ্যান্ড জুয়েলারিতে। ২০১৮-র ইকনোমিক সার্ভে থেকে এমনটাই আভাস মিলেছে।

বাজেটে জোর এই বিষয়েও, বলছে অর্থনৈতিক সমীক্ষা

বিশ্লেষকদের মতে, খামারজাত উৎপাদন বাড়াতে, নিজ বিনিয়োগে উৎসাহ দিতে এবং রপ্তানি বাড়তে বাজেটে বিশেষ উদ্যোগ চোখে পড়ার সম্ভাবনা।

একইসঙ্গে সার্ভে থেকে এও জানা গিয়েছে, চাকরি, শিক্ষা ও কৃষি অন্যতম তিনটি নজরদারির ক্ষেত্র। অর্থাৎ সরকারের নজর থাকতে পারে এই তিনটি ক্ষেত্রেও।

তবে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির জন্য, প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং এক্সপোর্টের ওপর জোর দেওয়ার পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক সমীক্ষা।

সমীক্ষায় তাপমাত্রা বেড়ে যাওয়া এবং বৃষ্টি কম হওয়ার বিষয়টিও উঠে এসেছে। ফলে বাজেটে সেচ ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।

সমীক্ষায় দেশে খামার প্রক্রিয়া উন্নত করার আশাপ্রকাশ করা হয়েছে। এই সম্পর্কেও বাজেটে কিছু থাকতে পারে।

সমীক্ষায় সেভিংসে জোরদার বিনিয়োগ করার উপদেশ দেওয়া হয়েছে। তথ্য থেকেই দেখা যাচ্ছে ২০১৬-র জিডিপিতে সেভিংস ছিল ২৯ শতাংশ। তবে ২০০৭ সালে যা ছিল ৩৮.৩ শতাংশে। ফলে দেশের অর্থনীতির উন্নয়নে সেভিংসের যে বিশেষ জায়গা রয়েছে, তা তুলে ধরা হয়েছে সমীক্ষায়।

সমীক্ষায় জানানো হয়েছে, সেভিংসে ভারতে বিনিয়োগে নিম্নগতি শুরু হয় ২০১২ সাল থেকে।

English summary
Forthcoming Union Budget 2018 could be pro-investment and not populist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X