For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কেলেঙ্কারির সাজা ঘোষণা! বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রীর ৩ বছরের জেলের সাজা

কয়লা কেলেঙ্কারি (coal scam) মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৩ বছরের জেলের সাজা। দিলীপ রায়কে (dilip ray) এই সাজা দিয়েছে দিল্লির এক আদালত (court) । ১৯৯৯ সালে ঝাড়খণ্ডে কোল ব্লক বিলিতে অসংগতির অভি

  • |
Google Oneindia Bengali News

কয়লা কেলেঙ্কারি (coal scam) মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ৩ বছরের জেলের সাজা। দিলীপ রায়কে (dilip ray) এই সাজা দিয়েছে দিল্লির এক আদালত (court) । ১৯৯৯ সালে ঝাড়খণ্ডে কোল ব্লক বিলিতে অসংগতির অভিযোগ ওঠায় দিলীপ রায়কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল।

আগেই দোষী সাব্যস্ত করেছিল দিল্লির আদালত

আগেই দোষী সাব্যস্ত করেছিল দিল্লির আদালত

এমাসের শুরুর দিকে দিল্লির আদালত দিলীপ রায়কে দোষী সাব্যস্ত করেছিল। ২৬ অক্টোবর রায় শোনানোর জন্য তদন্তকারী সংস্থা সিবিআই এবং অভিযুক্ত দিলীপ রায়কে স্বশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছিল আদালত।

অভিযুক্ত বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী

অভিযুক্ত বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী

দিলীপ রায় বাজপেয়ী মন্ত্রিসভার কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। সিবিআই-এর তরফে প্রাক্তন মন্ত্রী ছাড়াও আরও তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজার দাবি করা হয়েছিল। তাঁরা হলেন, তৎকালীন সময়ে কয়লা মন্তর্কের দুই বর্ষীয়ান আধিকারিক প্রদীপকুমার ব্যানার্জি এবং নিত্যানন্দ গৌতম এবং ক্যালট্রন টেকনোলজি লিমিটেডের ডিরেক্টর মহেন্দ্র কুমার আগরওয়ালা।

একাধিক ধারায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

একাধিক ধারায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযুক্ত করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে। সরকারি কাজে থেকে বিশ্বাস ভঙ্গের অপরাধে বিদ্ধ করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। কয়লা কেলেঙ্কারিতে এটাই প্রথম সাজা ঘোষণা।

আদালতের অভিযোগ

আদালতের অভিযোগ

আদালতের তরফে জানানো হয়েছে, বেসরকারি পরিত্যক্ত কোল ব্লক সিটিএলকে বরাদ্দ করা হয়েছিল সব নিয়মনীতি ভেঙে। প্রসঙ্গত ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে ব্রহ্মডিহা কোলব্লক বরাদ্দ করা হয়েছিল বেসরকারি সংস্থা সিটিএলকে।

English summary
Former Union Minister Dilip Ray is sentenced to three year impressionment in coal scam case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X