For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : একসময়ে আন্দোলনে অরবিন্দ কেজরিয়ালের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী। কিন্তুআপ নয়, বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী। বিজেপি প্রধান অমিত শাহ এদিন একথাও জানিয়ে দেন যে আগামী মাসে দিল্লির বিধানসভা নির্বাচনেও লড়বেন কিরণ বেদী। তবে কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, মমতার মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ এলেন বিজেপিতে

বৃহস্পতিবার, অমিত শাহ, অরুণ জেটলির সঙ্গে এক মঞ্চে এলেন কিরণ বেদী। বিজেপিতে কিরণ বেদীর যোগ দেওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, তাঁর যোগ দেওয়ার ফলে দিল্লি বিজেপি আরও শক্তিশালী হবে।

বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও

কিরণ বেদীর বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা প্রশ্ন উঠছে, তবে কী দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী হবেন? কিংবা দিল্লিতে আপের অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কী বিজেপি দাঁড় করাতে চলেছে কিরণ বেদীকে?

নিজের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কিরণ বেদীর বক্তব্য, প্রধানমন্ত্রীর উদ্বুদ্ধ করা নেতৃত্ব-র কারণেই তিনি বিজেপিতে। একইসঙ্গে অত্যন্ত নম্রভাবেই দলকে মনে করিয়ে দেন ৪০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আন্নার আন্দোলনের সময়ে অরবিন্দ কেজরিওয়াল এবং কিরণ বেদী দুটি মুখ ছিলেন আন্না শিবিরের। সেখান থেকে কেজরিওয়ালের পাশেও দাঁড়িয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দিতে পারেন কিরণ। বৃহস্পতিবার সে কথাই সত্যি হল।

যদিও এপ্রসঙ্গে একটি টুইটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, আমি কিরণ বেদী জি কে পছন্দ করি। তাঁর রাজনীতিতে আসা উচিত এবিষয়ে আমি তাঁকে রাজি করাতে চেয়েছি সবসময়ে। আমি খুশি তিনি তা করেছেন।

{promotion-urls}

English summary
Former Top Cop Kiran Bedi Joins BJP, Will Contest Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X